সপ্তম শ্রেণি বাংলা
রাস্তায় ক্রিকেট খেলা
মাইকেল অ্যানটনি
তরজমা- তীর্থঙ্কর চট্টোপাধ্যায়
হাতে-কলমে অংশের প্রশ্নোত্তর
Class 7 Bengali Rastay Cricket Khela Question Answer: Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome:
1. বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নিচের বাক্যগুলি আবার লেখ: (Class 7 Bengali Rastay Cricket Khela Question Answer)
1.1 বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো/ ব্রাজিল/ ত্রিনিদাদ)।
1.2 নেবুর পাতায় করমচা/ হে বৃষ্টি ( ইতালিতে/ লণ্ডনে/ স্পেনে) যা।
1.3 (ধুত্তোর/ নিকুচি/ ভাল্লাগেনা) মনে মনে বললাম।
1.4 ভেতরে ভেতরে (গুমোট/ দুর্যোগপূর্ণ/ হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।
1.5 অ্যামি ডাকে (হেড/ টেল)।
See on YouTube:
2. কার্যকারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখ: (Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome)
2.1 বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই।
কারণ: অ্যামি, ভার্ন এবং সেলো যখন রাস্তায় ক্রিকেট খেলতে যেত তখন বৃষ্টি এসে তাদের তাড়া করত এবং উঠোনে ঢুকিয়ে দিতো।
2.2 ওরা চেঁচাতে লাগলো, 'নেবুর পাতায় করমচা/ হে বৃষ্টি স্পেনে যা'।
কার্য: অ্যামি ও ভার্ন বৃষ্টির হুজুগে মেতে উঠেছিল এবং ছড়া বলতে শুরু করেছিল।
2.3 ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।
কারণ: কান ফাটানো প্রচণ্ড শব্দে বজ্রপাত হয় আর বৃষ্টির শব্দ ছাদের উপরে হাতুড়ি পেটানোর মতো আওয়াজ করে।
2.4 লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই।
কারণ: সেলো ভার্নের ব্যাট ফেলে দিয়েছিল। পরে ভুল বুঝতে পেরে সেলো অ্যামি ও ভার্নের বাড়ির দিকে আসে। সেলো পূর্বকৃত অপরাধের জন্য অনুশোচনা বোধ করে।
2.5 খোলা মেজাজে বলে, 'নে সেলো, তুই আগে ব্যাট কর'।
কারণ: সেলো পূর্বে যে রাস্তায় ক্রিকেট খেলত, অনেকদিন পরে সেই স্মৃতি বিজড়িত রাস্তায় এসেছিল সেলো। ভার্ন ও অ্যামি সেলোকে দেখে অত্যন্ত খুশী হয়েছিল।
2.6 ওর চোখের কোনে জল চিকচিক করে দেখতে পাই।
কারণ: ক্রিকেট খেলার সময় একবার সেলো রাগ করে ভার্নের ব্যাট জঙ্গলে ছুড়ে ফেলে দিয়েছিল। এর ফলে ভার্ন অত্যন্ত কষ্ট পেয়েছিল।
3. নিচের বাক্যাংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করছে লেখ: (Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome)
3.1 বাতাস ছুটে এসে বদমেজাজ ঝাপটা মারতো।
বিশেষ অর্থ: ঝোড়ো হাওয়ার দাপাদাপি।
3.2 জামাকাপড় জুবজুবে।
বিশেষ অর্থ: বৃষ্টিতে ভিজে যাওয়া।
3.3 বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগলো।
বিশেষ অর্থ: বৃষ্টি পতনের শব্দ।
3.4 তার মুখ উদ্ভাসিত।
বিশেষ অর্থ: অত্যন্ত আনন্দিত।
3.5 ভার্ন ড্যাবড্যাব করে চায়।
বিশেষ অর্থ: অবাক হওয়া।
4. নিচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্য রচনা করো। (Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome)
গোমরা (বিশেষণ) - গুমর (বিশেষ্য) : মেয়েটি সকাল থেকে মুখ গোমরা করে আছে।
হুজুগে (বিশেষণ) - হুজুগ (বিশেষ্য) : ছেলেটি খুব সহজে হুজুগে মেতে যায়।
চিৎকার (বিশেষ্য) - চিৎকৃত (বিশেষণ) : লোকটির চিৎকৃত বক্তব্য শুনে সকলে খুশি হলো।
সাহসী (বিশেষণ) - সাহস (বিশেষ্য) : রামের সাহস আছে।
অভিনব (বিশেষণ) - অভিনবত্ব (বিশেষ্য) : তোমার কথায় অভিনবত্ব কিছু নেই।
5. নিচের বাক্যগুলিতে কোন কোন শব্দে বচন কিভাবে নির্দেশিত হয়েছে তা লেখ। (Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome)
5.1 ওরা হাসছে।
ওরা= বহুবচন বোধক সর্বনাম পদ।
5.2 ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠতো।
মেঘগুলো= বহুবচন (গুলো= বহুবচনবোধক নির্দেশক) ।
5.3 অ্যামি আমাদের উঠোনে।
আমাদের= বহুবচন বোধক সর্বনাম পদ।
5.4 এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠলো।
কলজেটা= একবচন (টা= একবচন বোধক নির্দেশক)।
5.5 পকেট থেকে একটা পেনি বার করে বলে টস কর।
একটা= একবচন বোধক সংখ্যাবাচক বিশেষণ।
6. নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো। (Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome)
6.1 সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে।
বৃষ্টি= অপাদান কারক, থেকে অনুসর্গ।
6.2 আর মুখ একেবারে ভেজা।
মুখ= কর্মকারক, শূন্য বিভক্তি।
6.3 আমি দাঁড়িয়ে রইলাম।
আমি= কর্তৃকারক, শূন্য বিভক্তি।
6.4 আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়।
খাটের তলায়= অধিকরণ কারক, য় বিভক্তি।
6.5 ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে।
রাস্তা= অপাদান কারক, থেকে অনুসর্গ।
7. নিচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো: (Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome)
7.1 রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।
কোথায় ক্রিকেট খেলতে ওদের বেশি আনন্দ হয়?
7.2 ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।
ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?
7.3 আবার কী ভয়ঙ্কর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠলো।
কীসের শব্দে আকাশ কেঁপে উঠলো?
7.4 দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম।
কোথায় দৌড়ে যাই?
7.5 আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়তো অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।
কীভাবে আমার সাহসী হবার চেষ্টা ব্যর্থ হত?
8. উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখ। (Class 7 Bengali Rastay Cricket Khela Hatekolome)
8.1 "আমি দু'নম্বর ব্যাট", ভার্ন বলে।
ভার্ন বলে যে সে দু'নম্বরে ব্যাট করবে।
8.2 সে বলে, " সেলো, ব্যাট আর বল কোথায়?"
সে সেলোকে ব্যাট আর বল কোথায় আছে জিজ্ঞাসা করল।
8.3 "ভার্ন", সে চেঁচিয়ে ডাকে, " এই ভার্ন, দ্যাখ, সেলো!"
সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখতে বললো।
9. কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো। (Class 7 Bengali Rastay Cricket Khela Question Answer)
পেনি- কানাডা, আমেরিকা, ইংল্যান্ড ইত্যাদি দেশের মুদ্রা।
ডলার- আমেরিকা, অস্ট্রেলিয়া দেশের মুদ্রা।
পেসো- আর্জেন্টিনা, কলম্বো ইত্যাদি দেশের মুদ্রা।
রুবল- রাশিয়ার মুদ্রা।
টাকা- ভারত ও বাংলাদেশের মুদ্রার নাম।
10. নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। (Class 7 Bengali Rastay Cricket Khela Question Answer)
10.1 তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে?
আমার রাজ্য পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে সমুদ্র আছে।
10.2 খেলাধুলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটা গল্পের নাম লেখ।
খেলাধুলা নিয়ে লেখা আমার পড়া একটি গল্প হল মতি নন্দীর লেখা 'কোনি'।
10.3 ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখ।
ঘরের ভিতরের খেলা হল, ক্যারম ও তাস।
ঘরের বাইরের খেলা হল, ক্রিকেট ও ফুটবল।
10.4 তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখ।
আমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম হল সৌরভ গঙ্গোপাধ্যায়।
10.5 তোমার জানা ঋতু বিষয়ক যেকোন একটি ছড়ার প্রথম পঙক্তি লেখ।
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, "এসেছে শরৎ হিমের পরশ/ লেগেছে হাওয়ার পরে" কবিতাটি আমার জানা আছে।
11. নীচের প্রশ্নগুলির দু'একটি বাক্যে উত্তর দাও: (Class 7 Bengali Rastay Cricket Khela Question Answer)
11.1 মাঠের খেলাধুলার সঙ্গে রাস্তার খেলাধুলার ফারাকগুলি লেখ।
মাঠের খেলাধুলা হল প্রথাগত খেলাধুলা। মাঠের খেলাধুলায় খেলার নিয়ম নীতিগুলি যথাযথভাবে পালন করা হয়। রাস্তার খেলাধুলায় নিয়ম-নীতি বিশেষ কিছু মানা হয়না, রাস্তার খেলাধুলা শুধুমাত্র আনন্দ বা বিনোদনের জন্য।
11.2 সমুদ্রের ধারে ঝড় কিভাবে ভয়ংকর হয়ে ওঠে?
সমুদ্রের ধারে ঝড় অত্যন্ত ভয়ানক। তা সমুদ্রের জলোচ্ছ্বাস ঘটায়, বাড়িঘর, গাছপালা সব ভেঙে তছনছ করে দেয়। প্রবল ঝড়ে সমুদ্রের জল অনেক সময় শহরে ও গ্রামে ঢুকে ক্ষয়ক্ষতি করে।
11.3 গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?
রাস্তায় ক্রিকেট খেলা গল্পে মোট তিনটি কিশোর চরিত্র রয়েছে। তারা হল, অ্যামি, সেলো, ভার্ন।
এই গল্পে দুটি বয়স্ক চরিত্র আছে। তারা হলেন, সেলোর মা এবং অ্যামি ও ভার্নের মা।
11.4 সেলো ভার্নের ব্যাট বল কেন এবং কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?
সেলোর দুই নম্বর ব্যাট ছিল। কিন্তু অ্যামি ও ভার্ন দুজনেই দুই নম্বর ব্যাট দাবি করে। আলোচনা করেও সমস্যা মেটে নি। টস করা হয় এবং সেলো হেরে যায়। এরপর সে ভার্নদের অসুবিধায় ফেলার জন্য ব্যাট ও বল ঝোপের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়।
11.5 তাদের বিবাদ কিভাবে মিটে গেল?
ঝগড়া হবার অনেকদিন পরে সেলো ক্রিকেট খেলা রাস্তায় যায় এবং অ্যামি ও ভার্নের সাথে দেখা হয়। তারা সেলোকে ব্যাট করতে দেয়। এভাবে তাদের মধ্যে ঝগড়া মিটে গিয়েছিলো।
।। সমাপ্ত।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.