বাংলা সাহিত্যের ইতিহাসে প্যারীচাঁদ মিত্রের অবদান Parichand Mitra's contribution to the Bengali literature
প্যারীচাঁদ মিত্র বা টেকচাঁদ ঠাকুর (1814-1883)
প্যারীচাঁদ মিত্র 'টেকচাঁদ ঠাকুর' নামে বাঙালি সমাজে পরিচিত। তিনি 'আলালের ঘরের দুলাল' গ্রন্থের জন্য বিশেষভাবে পরিচিত। 'আলালের ঘরের দুলাল' বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম যথার্থ উপন্যাস।
স্ত্রী শিক্ষা প্রসারের জন্য প্যারীচাঁদ মিত্র রাধানাথ শিকদার এর সঙ্গে যৌথভাবে 'মাসিক' পত্রিকা প্রকাশ করেন 1854 খ্রিস্টাব্দে। বিদ্যাসাগরের তৎসম শব্দ ধর্মী গদ্য ভাষায় সাধারণ মানুষের সুখ-দুঃখের ছবিগুলি জীবন্ত হয়ে ফুটে ওঠে না।
তাই প্যারীচাঁদ মিত্র সরল ভাষায় গল্প কাহিনী পরিবেশন করলেন। তার রচনাকৌশল যদিও সাধু ভাষাকে অনুসরণ করেছে, তবুও হালকা জীবনরসকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।
তিনি প্রয়োজনে কলকাতার কথ্য ভাষা ও উপভাষার সাহায্য নিয়েছেন। তবে আমাদের মনে রাখতে হবে তিনি পুরোপুরি চলিত রীতিতে গ্রন্থ লেখেননি। তিনি সাধু ভাষার লেখক।
প্যারীচাঁদ মিত্রের গ্রন্থগুলি : Books of Parichand Mitra in Bengali :
- আলালের ঘরের দুলাল (1858)
- মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায় (1859)
- রামারঞ্জিকা (1860)
- অভেদী (1871)
- আধ্যাত্মিকা
প্যারীচাঁদ মিত্রের গ্রন্থগুলিতে উপন্যাসের লক্ষণ : Signs of the novel in the books of Parichand Mitra :
কোন রচনা উপন্যাস কিনা তা বোঝা যায় তার রচনার গঠন এবং অন্যান্য লক্ষণ দেখে। কোন কাহিনীকে উপন্যাস হতে হলে মূলত ছয়টি বৈশিষ্ট্য থাকতে হবে। কাহিনী, চরিত্র, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, বাস্তবতা এবং সংলাপ ও কাহিনীকারের জীবন দর্শন।
প্যারীচাঁদ কাহিনীর গঠনে অনেকটা কৃতিত্ব দেখাতে পেরেছিলেন। সে সময়ে কলকাতার যুব সমাজের উচ্ছৃংখলতা এবং অনাচারের যে কাহিনী তিনি লিখেছেন তা অনেকটা বস্তুনিষ্ঠ এবং সে সময়ে ব্যাপক জনপ্রিয় হয়েছিল।
প্যারীচাঁদ মিত্রের রচনার বৈশিষ্ট্য : Features of Parichand Mitra's compositions :
প্যারীচাঁদ মিত্রের উপন্যাসে বা গল্পে চরিত্রের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং বিশ্লেষণ পাওয়া যায় না। চরিত্রগুলির মধ্যে ব্রাহ্ম সমাজের নিয়ম নীতি ও আদর্শের ঝোঁক অত্যন্ত বেশি ছিল। তাই প্যারীচাঁদ মিত্রের চরিত্রগুলি হয় পুরোপুরি সৎ হয়েছে, নয়তো সম্পূর্ণ অসৎ এবং খলচরিত্র হয়েছে।
এ ধরনের পুরোপুরি সৎ কিংবা পুরোপুরি অসৎ চরিত্র উপন্যাসের কাহিনী এবং গঠনকে বিশৃংখল করে দেয়। তবে এ প্রসঙ্গে বলতে পারি, প্যারিচাঁদ মিত্রের সৃষ্টি দু-একটি অসৎ চরিত্র সুন্দর হয়েছে। যেমন মতিলাল, বাঞ্ছারাম, ঠকচাচা এইসব চরিত্রগুলি টাইপ চরিত্র হলেও এগুলির মধ্যে সরসতা বজায় আছে।
আদর্শবাদী চরিত্রগুলি অপেক্ষা অসৎ চরিত্র সৃষ্টিতে প্যারীচাঁদ মিত্র অধিক কৃতিত্ব দেখাতে পেরেছিলেন। তার রচনায় মিশে আছে বাস্তবতাবোধ এবং ব্যঙ্গ বিদ্রুপ। অষ্টাদশ শতকের শেষভাগ এবং 19 শতকের প্রথম দিকে কলকাতার সমাজ ও পরিবেশ যেমন ছিল তা আলালের ঘরের দুলাল উপন্যাসে প্রকাশ পেয়েছে।
প্যারীচাঁদের গৌরব মূলত আলালের ঘরের দুলাল গ্রন্থের জন্য। প্যারীচাঁদের ভাষারীতি সম্পূর্ণভাবে তৎসম শব্দ ধর্মে নয়, আবার পুরোপুরি চলিত বাংলা ভাষার রীতি তিনি ধরতে পারেননি। প্যারীচাঁদ মিত্র প্রথম অসৎ চরিত্রের জীবনযাত্রা নিয়ে কাহিনী লিখলেন। তিনি আমাদের বলতে চাইলেন, সাহিত্যের উপকরণ বাস্তব সমাজ ও পরিবেশ থেকে গ্রহণ করতে হবে।
প্যারীচাঁদ মিত্র ছিলেন ব্রাহ্মসমাজ এর ভক্ত। তাই তাঁর রচনায় কখনো কখনো গম্ভীর ভাব এসে পড়েছে। তার ভাষাকে আলালী ভাষা বলে। বর্তমান সময়ে বাংলা সাহিত্যের অনেক শ্রীবৃদ্ধি ঘটেছে । কিন্তু বাংলা সাহিত্যের অগ্রগতির ইতিহাস পর্যালোচনা করলে প্যারীচাঁদ মিত্রের অবদান স্বীকার করতে হয়।
সমাজের ছোট ছোট অপাংক্তেয় ঘটনাগুলিকে তিনি সাহিত্যে থাই দিলেন। তার লিখিত গ্রন্থগুলি অষ্টাদশ শতক ও উনবিংশ শতকের সামাজিক দলিল। প্যারীচাঁদ হয়তো সম্পূর্ণভাবে চলিত ভাষার প্রচলন ঘটাতে পারেননি, কিন্তু বাংলা চলিত ভাষার পথটি তিনি তৈরি করে দিয়েছিলেন। আর এখানেই প্যারীচাঁদ মিত্রের কৃতিত্ব ও সাফল্য।
এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?
এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।
AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion, Bengali Honours notes,.Bengali Honours syllabus, Bengali Honours news Bengali honours 1st semester, Bengali Honours 2nd Semester, Bengali Honours 3rd Semester, Bengali Honours result, Bengali Honours News, Burdwan University Bengali Honours. etc.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.