Footer Logo

২০২১/০৫/১৩

ভাবসম্মিলন বৈষ্ণব পদাবলী Vaisnab Padabali Vabsommilon

  BAIRAGYA SHIKSHA NIKETAN       ২০২১/০৫/১৩

প্রশ্নঃ ভাবসম্মিলন কাকে বলে? বিদ্যাপতির একটি পদসহ এই পর্যায়ের তাৎপর্য বিশ্লেষণ  কর ।


ভাবসম্মিলন  বৈষ্ণব পদাবলী Vaisnab Padabali Vabsommilon
ভাবসম্মিলন  বৈষ্ণব পদাবলী Vaisnab Padabali Vabsommilon

মধ্যযুগের বাংলা সাহিত্য আলোচনায় অন্যতম এক শ্রেষ্ঠ শাখা হলো বৈষ্ণব পদাবলীর শাখাটি। মধ্যযুগের অসংখ্য কবি রাধাকৃষ্ণের অপ্রাকৃত বৃন্দাবন লীলাকে অবলম্বন করে শত-শত পদ রচনা করেছিলেন, যেগুলি বৈষ্ণব পদাবলী নামে পরিচিত। বৈষ্ণব কবিরা রাধা-কৃষ্ণের প্রেম লীলাকে কতকগুলি মানবিক পর্যায়ে বিভক্ত করে অপ্রাকৃত বৃন্দাবন লীলাকে মানব জীবনের ভাব-প্রতিরূপ করে সাজিয়েছেন ।তাই পূর্বরাগ, অনুরাগ, মান, মিলন ইত্যাদি নানা পর্যায় কল্পনা করেছেন তাঁরা।তেমনি এক পর্যায় এর নাম ভাবোল্লাস বা ভাবসম্মিলন ।


তত্ত্বগত বিচারে রাধা ও কৃষ্ণ একই সত্ত্বা, শুধু লীলারস আস্বাদনের জন্য তাঁরা দুই রূপ ধারণ করেছেন- 


“রাধা-কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি।

 অন্যান্যে বিলায়ে রস আস্বাদন করি।।”( চৈতন্য চরিতাচরিতামৃত )


তাই তাত্ত্বিক বিচারে তাঁদের বিরহ সম্ভব নয়। কিন্তু বৈষ্ণব পদাবলীতে দেখি, রাধার সাথে মিলিত হবার পর কৃষ্ণ আরও বৃহত্তর কর্তব্যের আহবানে বৃন্দাবন  ত্যাগ করে মথুরায় গমন করেছেন। তিনি আর কখনো বৃন্দাবনে ফিরে আসেননি। শ্রীকৃষ্ণের মথুরা গমনে বৃন্দাবন আজ শোকাচ্ছন্ন । কৃষ্ণসুখ বৃন্দাবনে সর্বত্র কৃষ্ণ বিরহের আরতি ধ্বনিত হচ্ছে। কিন্তু রাধা জানেন, কৃষ্ণ তাঁর হৃদয় মন্দিরে ঘুমিয়ে আছেন, আর রাধার প্রেম সেই মন্দিরের প্রহরীরূপে জেগে আছে।


“হৃদয় মন্দিরে মোর কানু ঘুমাওল

প্রেম প্রহরী রহুঁ জাগি।”


তাই রাধা বিশ্বাস করেন না, কৃষ্ণ তাঁকে ছেড়ে কোথাও গেছেন। কারণ, কৃষ্ণ যে বলেছিলেন-


 “বৃন্দাবনং পরিত্যজং পাদমেকম্ ন গচ্ছামি।”


তিনি তো জগতে রাধানাথ নামে পরিচিত। তাই রাধা কৃষ্ণভাবে আচ্ছন্ন হয়ে তাঁর মনোরাজ্যে বা ভাবরাজ্যে কৃষ্ণের সঙ্গে সদাই মিলিত হন। রাধাকৃষ্ণের এই ভাব-মিলনের পর্যায়টিকে বৈষ্ণব কবিরা ভাবসম্মিলন ভাবোল্লাস বলেছন।অনেক কবি এই পর্যায়ে পদ রচনা করলেও বিদ্যাপতি এই পর্যায়ের শ্রেষ্ঠ কবি।


আমাদের পাঠ্য বিদ্যাপতির ভাবোল্লাস-এর পদটি অসাধারণ কাব্য সৌন্দর্যে একটি সার্থক পদ ।রাধা তার সখীদের দেখে কৃষ্ণের সাথে তার মিলন-উল্লাসের বর্ণনা করেছেন পদটিতে। পরম উল্লাসে রাধা বলেছেন,-


  “আজু রজনীহাম        ভাগে পোহায়লুঁ 

পেখলুঁ পিয়া মুখ চন্দা ।

জীবন যৌবন             সফল করি মানলুঁ

দশদিশ ভেল নিরদন্দা ।।”


রাধা তাঁর পরম প্রিয়-এর সাথে মিলিত হবার জন্য সবকিছু ত্যাগ করেছেন। অনন্ত বিরহের অনলে তাঁর হৃদয় দগ্ধ হয়েছে।কিন্তু আজ কৃষ্ণকে পেয়ে তাঁর আনন্দ সীমাহীন। তাই আজ প্রেমের পঞ্চবান যদি লক্ষবাণ হয়ে তার কাছে ফিরে আসে, সেই কোকিল যদি লক্ষবার ডাকে, এখন যদি লক্ষচন্দ্র উদিত হয় এবং মলয়পবন মন্দ মন্দ প্রবাহিত হলেও রাধার চিত্ত আকুল হয় না।-


“সোই কোকিল অব      লাখ লাখ ডাকউ

লাখ উদয় করু চন্দা ।

পঞ্চবাণ অব              লাখবাণ হওউ

মলয় পবন বহু মন্দা ।।”


রাধা আজ পেয়েছেন তাঁর প্রিয়কে। তাই তাঁর গৃহ ধন্য হয়েছে, সার্থক হয়েছে তাঁর দেহ। আজ তাঁর বিধি হয়েছে অনুকূল। তাই তাঁর মনের সব দ্বিধা-দ্বন্দ্বের অবসান হয়েছে।


“জীবন যৌবন        সফল করি মানলুঁ

  দশ দিশ ভেল নিরদন্দা ।

আজু মঝু গেহ       গেহ করি মানলুঁ

আজু মঝু দেহ ভেল দেহা ।।”


তাই রাধা তার প্রিয় সখীদের দেখে তার কৃষ্ণ-সঙ্গলাভের উল্লাসের কথা যেন জগৎবাসীকে শুনাতে চেয়েছেন। আর, কবি বিদ্যাপতি রাধাকে সম্বোধন করে বলেছেন, “ রাধা আজ ধন্য”। কারণ, সেই নিত্য প্রেমের আস্বাদন করতে পেরে রাধা আজ হয়েছেন ঐশ্বর্যময়ী-


  “বিদ্যাপতি কহ        অলপ ভাগি নহ

  ধনি ধনি তুয়া নব লেহা ।।”


 বৈষ্ণব পদাবলী । বাংলা সাহিত্য আলোচনা ।

এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?


এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।


AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion, Bengali Honours notes, .Bengali Honours syllabus, Bengali Honours news etc.

#Vaisnab-Padabali-Vabsommilon #Kirtan

logoblog

Thanks for reading ভাবসম্মিলন বৈষ্ণব পদাবলী Vaisnab Padabali Vabsommilon

Previous
« Prev Post

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam links in the comment box.