CLASS 10 BAHURUPI QUESTION ANSWER । বহুরূপী সুবোধ ঘোষ । MADHYAMIK BENGALI SUGGESTION
![]() |
CLASS 10 BAHURUPI QUESTION ANSWER MADHYAMIK BENGALI SUGGESTION |
মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - বহুরূপী - সুবোধ ঘোষ – প্রশ্ন উত্তর
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন: প্রশ্নের মান 1: WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- বহুরূপী- প্রশ্ন উত্তর
1 বড় মানুষের কান্ডের খবর আমি কেমন করে শুনবো - কে, কাকে বড় মানুষ বলেছেন?
হরি বহুরূপী জগদীশবাবুকে বড় মানুষ বলেছেন।
2 জগদীশ বাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন তার পরিচয় দাও।
বাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন। তিনি সাত দিন জগদীশবাবুর বাড়িতে ছিলেন। তিনি হিমালয়ের গুহাতে থাকেন। তিনি সারা বছরে একটি মাত্র হরিতকী খান। হাজার বছরের বেশি তার বয়স।
3 আক্ষেপ করেন হরিদা - হরিদা আক্ষেপ করেছিলেন কেন?
জগদীশ বাবুর বাড়িতে আসা সন্ন্যাসীর কথা শুনে হরি বহুরূপী ভেবেছিলেন সন্ন্যাসী পায়ের ধুলো নেবেন। কিন্তু সন্ন্যাসী জগদীশ বাবুর বাড়ি থেকে চলে গিয়েছিলেন তাই শুনে হরিদা আক্ষেপ করেছিলেন।
4 সে ভয়ানক দুর্লভ জিনিস - দুর্লভ জিনিসটি কী?
দুর্লভ জিনিসটি হল সন্ন্যাসীর পায়ের ধুলো।
5 এ তো বেশ মজার ব্যাপার - মজার ব্যাপারটি কী?
জগদীশবাবুর বাড়িতে যে সন্ন্যাসী এসেছিলেন, তার পায়ের ধুলো ছিল খুব দুর্লভ জিনিস। জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেবার জন্য একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে দিয়েছিলেন। সন্ন্যাসী সেই খড়মটি পায়ে পড়লে জগদীশবাবু তার পায়ের ধুলো নিতে পেরেছিলেন। এই ঘটনাটিকে হরিদা মজার ব্যাপার বলেছেন।
6 সন্ন্যাসী হাসলেন আর চলে গেলেন - সন্ন্যাসী হাসলেন কেন?
সন্ন্যাসী বিদায় নেবার সময় জগদীশবাবু 100 টাকার নোট সন্ন্যাসীর ঝোলার ভেতরে ভরে দিয়েছিলেন। তাই সন্ন্যাসী খুশি হয়ে হেসেছিলেন।
7 গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন কেন?
বন্ধুদের কাছে জগদীশ বাবুর বাড়িতে আসার সন্ন্যাসীর গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গেলেন। সন্ন্যাসী হয়ে জগদীশবাবুর কাছে অর্থ গ্রহণ করা ভালোভাবে নিতে পারেননি হরিদা। তাই তিনি গম্ভীর হয়ে গেলেন।
8 হরিদার জীবনের ঘর কোনটি?
শহরের সবচেয়ে সরু গলির ভিতর ছোট্ট একটি ঘর হরিদার জীবনের ঘর।
9 হরিদার প্রানের মধ্যে কিসের বাধা আছে?
একটি কাজ একই ভাবে প্রতিদিন করতে হরিদার মনের মধ্যে বাধা আছে।
10 ইচ্ছা করলে হরিদা কি কি কাজ পেতে পারতেন?
ইচ্ছা করলে হরিদা কোন অফিসের কাজ বা দোকানের বিক্রিওয়ালার কাজ পেতে পারতেন।
11 কোন কাজ হরিদার একেবারে পছন্দ নয়?
ঘড়ির কাঁটার সামনে সময় বেঁধে দিয়ে আর নিয়ম করে রোজই একটা চাকরির কাজ করে যাওয়া হরিদার পছন্দ নয়।
12 হরিদার জীবনের পেশা কী?
হরিদা মাঝেমাঝে বহুরূপী সেজে কিছু টাকা রোজগার করেন। সেটাই তার জীবনের পেশা।
13 হরিদার জীবনের নাটকীয় বৈচিত্রের পরিচয় দাও।
বহুরূপী সেজে মাঝে মাঝে কিছু টাকা উপার্জন করেন হরিদা। তিনি কখনো পাগল সাজেন, কখনো বাঈজি সাজেন, কখনো পুলিশ সাজেন। এভাবে তিনি নাটকীয় বৈচিত্র্য তৈরি করেন জীবনে।
14 একদিন চকের বাসস্ট্যান্ডে কী ঘটেছিল?
একদিন চকের বাসস্ট্যান্ডে হরি বহুরূপী পাগল সেজে গিয়েছিলেন। তার মুখ থেকে লালা ঝরে পড়ছিল, চোখ দুটো ছিল কটকটে লাল। কোমরে ছিল একটা ছেঁড়া কম্বল জড়ানো, আর গলায় টিনের কৌটার মালা। একটা থান ইট তুলে নিয়ে বাসের যাত্রীদের দিকে তেড়ে যাচ্ছিলেন। বাসের যাত্রীরা ভয়ে চিৎকার করছিল।
15 বাসের ড্রাইভার এর নাম কী?
কাশীনাথ।
16 শহরের জীবনে হরিদা কেমন চমৎকার ঘটনা সৃষ্টি করেন?
কখনো বাইজি সেজে, কখনো পুলিশ সেজে, এখনো পাগল সেজে হরিদা শহরের জীবনে চমৎকার ঘটনা সৃষ্টি করেন।
17 হরির কান্ড - কথাটা কে বলেছিলেন?
হরিদার বাইজি সাজ দেখে দোকানদার কথাটা বলেছিলেন।
18 বাইজি সেজে হরিদা কত টাকা উপার্জন করেছিলেন?
আট টাকা দশ আনা।
19 নকল পুলিশ সেজে হরিদা কত টাকা উপার্জন করেছিলেন?
নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে আট আনা উপার্জন করেছিলেন।
20 হরিদা কোথায় নকল পুলিশ সেজেছিলেন?
দয়ালবাবুর লিচু বাগানের ভিতরে।
21 আমাদের সন্দেহ মিথ্যে নয় - কারা কী সন্দেহ করেছিল?
সন্ন্যাসীর গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিলেন। তাই তার বন্ধুরা সন্দেহ করেছিল, হরিদা হয়তো কোন নতুন পরিকল্পনা করেছেন।
22 আমি বলছি তোমরা সেখানে থেকো - কোথায় থাকার কথা বলা হয়েছে?
হরিদা তার বন্ধুদের জগদীশবাবুর বাড়িতে থাকতে বলেছিলেন।
23 হরিদা সপ্তাহে কতদিন বহুরূপী সেজে পথে বের হন?
সপ্তাহে একদিন।
24 এবার মারি তো হাতি, লুটি তো ভান্ডার - কে বলেছিলেন?
হরি বহুরূপী তার বন্ধুদের বলেছিলেন।
25 জগদীশবাবু কেমন মানুষ?
জগদীশবাবু ধনী হলেও বেশ কৃপণ মানুষ।
26 জগদীশবাবু দেখতে কেমন মানুষ ছিলেন?
জগদীশবাবুর মাথায় ছিল সাদা চুল, সাদা দাড়ি, সৌম্য শান্ত চেহারা।
27 হরিদার বন্ধুরা কেন জগদীশবাবুর বাড়িতে গিয়েছিল?
স্পোর্টসের চাঁদা নিতে।
28 হরিদা কেমন বেশ ধরে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন?
হরিদা সন্ন্যাসীবেশে জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন। আদুড় গা, তার উপরে একটি ধবধবে সাদা উত্তরীয়। পরনে ছোট বহরের একটি সাদা থান।
29 ঝোলা থেকে সন্ন্যাসীরূপী হরিদা কোন বই বের করেছিলেন?
গীতা।
30 সন্ন্যাসীর বেশে হরিদাকে কেমন দেখাচ্ছিলো?
মনে হচ্ছিল, তিনি যেন জগতের সীমার ওপার থেকে হেঁটে হেঁটে চলে এসেছেন। শীর্ণ শরীরটাকে প্রায় অশরীরী একটা চেহারা বলে মনে হচ্ছিল।
31 আপনি কি ভগবানের চেয়েও বড়? - কে, কাকে বলেছিলেন?
হরিদা জগদীশবাবুকে বলেছিলেন।
32 আমি মহারাজ নই - কে বলেছিল?
জগদীশবাবুর বাড়িতে আগন্তক সন্ন্যাসী তাকে বলেছিলেন।
33 আমার অপরাধ হয়েছে - কে, কাকে বলেছিলেন?
জগদীশবাবু আগন্তক সন্ন্যাসীকে একথা বলেছিলেন।
34 সেটা পূর্বজন্মের কথা - কে, কোন কথাকে বলেছেন পূর্ব জন্মের কথা?
জগদীশ বাবুর বাড়িতে আগন্তক সন্ন্যাসী বলেছিলেন তাঁর কোন রিপু নেই। একদিন ছিল, সেটা পূর্বজন্মের কথা।
35 বিরাগী জগদীশবাবুর বাড়িতে কী খেয়েছিলেন?
এক গ্লাস জল।
36 পরম সুখ কাকে বলে?
বিরাগী জগদীশবাবুকে বলেছিলেন, সব সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে যাওয়া হলো পরম সুখ।
37 আপনার কাছে এটা আমার প্রাণের অনুরোধ - কে, কী অনুরোধ করেছিলেন?
জগদীশবাবু বিরাগীকে তার বাড়িতে কিছুদিন থাকার অনুরোধ করেছিলেন।
38 নইলে আমি শান্তি পাবো না - কে বলেছিলেন?
জগদীশবাবু বিরাগীকে বলেছিলেন, তিনি কিছু উপদেশ শুনিয়ে না গেলে তিনি কিছুতেই শান্তি পাবেন না।
39 বিরাগী জগদীশবাবুকে কী উপদেশ দিয়েছিলেন?
ধন জন যৌবন কিছু নয়। এসব হলো সুন্দর সুন্দর এক একটি বঞ্চনা। মন প্রাণের সব আকাঙ্ক্ষা নিয়ে ঈশ্বরের আপন হতে চেষ্টা করা উচিৎ। ঈশ্বরকে পেলে সব ঐশ্বর্য পাওয়া হয়।
40 জগদীশবাবু তীর্থ ভ্রমণের জন্য বিরাগীকে কত টাকা দিয়েছিলেন?
একশত টাকা।
41 জগদীশবাবু বিরাগীকে তীর্থ ভ্রমণের জন্য টাকা দিতে চাইলে বিরাগী কী বলেছিলেন?
বিরাগী বলেছিলেন, তিনি অনায়াসে ধুলো মাড়িয়ে চলে যেতে পারেন তেমনি অনায়াসে সোনা মাড়িয়ে চলে যেতে পারেন।
42 হরিদার বন্ধুদের নাম কি?
ভবতোষ, অনাদি ইত্যাদি।
43 হরিদা জগদীশ বাবুর বাড়িতে টাকা গ্রহণ করেননি কেন?
হরিদা বিরাগীর বেশে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিলেন । বিরাগী হয়ে তিনি টাকা গ্রহণ করতে পারেনি।
44 চমকে ওঠে ভবতোষ - কেন?
জগদীশবাবুর বাড়ি থেকে ফিরে এসে হরিদার ঘরে এসে ভবতোষ যখন বুঝতে পারলো হরিদা বিরাগী সেজে জগদীশ বাবুর বাড়িতে গিয়েছিল এবং নিখুঁত অভিনয় করেছিল তখন চমকে উঠেছিল।
45 কী অদ্ভুত কথা বলেন হরিদা - হরিদা কি বলেছিলেন?
হরিদা বলেছিলেন সন্ন্যাসী হয়ে কি করে জগদীশবাবু কাছে টাকা-পয়সা নেবেন। সন্ন্যাসী ধর্ম হল ত্যাগ করা। হরিদা সন্ন্যাসী সেজে সন্ন্যাসীর নামে কলঙ্ক আনতে পারবেন না।
46 চেঁচিয়ে ওঠে ভবতোষ - ভবতোষ কেন চিৎকার করেছিল?
হরিদা জগদীশবাবুর বাড়িতে সন্ন্যাসীর রূপ ধরে গিয়েছিলেন। সেখানে তিনি 100 টাকা দক্ষিণা লাভ করেছিলেন। কিন্তু সে টাকা তিনি নেননি। এরপর তিনি যখন বলেন জগদীশ বাবুর বাড়িতে গিয়ে তার পারিশ্রমিক চেয়ে নেবেন, তখন ভবতোষ বিস্ময়ে চিৎকার করে উঠেছিল।
47 খাঁটি মানুষ তো নয় - কে, কেন খাঁটি মানুষ নয়?
হরিদা খাঁটি মানুষ ছিল না। তিনি বহু রূপ ধারণ করে নিত্য নতুন চরিত্রে অভিনয় করতেন। তিনি কখনো কাপালিক, পুলিশ, সন্ন্যাসী হতে পারেন। কিন্তু তিনি কখনোই হরি হয়ে উঠতে পারেন না। তাই তিনি নিজেকে খাঁটি মানুষ বলেননি।
48 অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না - হরিদা কোন ভুল করেছিল?
হরিদা অর্থ উপার্জনের বিষয়ে কখনো সচেতন ছিলেন না। অর্থকে অবহেলা করে শিল্পকে অধিক গুরুত্ব দিয়েছিলেন তিনি। তাই জগদীশবাবুর বাড়িতে 100 টাকা প্রণামী পেয়েও তা ফেরত দিয়েছিলেন। হরিদার এই ভুল অদৃষ্ট ক্ষমা করবে না বলে তার বন্ধু জানিয়েছেন।
এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?
এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।
মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - বহুরূপী - সুবোধ ঘোষ – প্রশ্ন উত্তর
মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - বহুরূপী - সুবোধ ঘোষ – প্রশ্ন উত্তর
WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- বহুরূপী- প্রশ্ন উত্তর
WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- বহুরূপী- প্রশ্ন উত্তর
WBBSE Class X Bengali Suggestion- Bahurupi – Subodh Ghosh- Question Answer
WBBSE Class X Bengali Suggestion- Bahurupi – Subodh Ghosh- Question Answer
WBBSE Class 10th Bengali Question - Answer - Bahurupi by Subodh Ghosh - Question Answer
WBBSE Class 10th Bengali Question - Answer - Bahurupi by Subodh Ghosh - Question Answer
WBBSE Class 10th Bengali Suggestion - Bahurupi by Subodh Ghosh - Question Answer
WBBSE Class 10th Bengali Suggestion - Bahurupi by Subodh Ghosh - Question Answer
WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion - Bahurupi by Subodh Ghosh - Question Answer
WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion - Bahurupi by Subodh Ghosh - Question Answer
WBBSE Class 10th WBBSE Madhyamik Bengali Suggestion - Bahurupi by Subodh Ghosh - Question Answer দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- বহুরূপী- প্রশ্ন উত্তর
WBBSE Class 10th WBBSE Madhyamik Bengali Suggestion - Bahurupi by Subodh Ghosh - Question Answer দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- বহুরূপী- প্রশ্ন উত্তর
WBBSE Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Suggestion Download, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion.
AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.