Footer Logo

২০২১/০৫/০৩

বাংলা নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করুন । The place of Girish Chandra Ghosh in Bengali Literature.

  BAIRAGYA SHIKSHA NIKETAN       ২০২১/০৫/০৩

 বাংলা নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করুন । The place of Girish Chandra Ghosh in Bengali Literature.

The place of Girish Chandra Ghosh in Bengali Literature
The place of Girish Chandra Ghosh in Bengali Literature


বাংলা নাটক ও গিরিশচন্দ্র ঘোষ : Drama by Girish Chandra Ghosh :


গিরিশচন্দ্র ঘোষের আবির্ভাব বাংলা নাটকসাহিত্যকে যেমন সমৃদ্ধ করেছে তেমনি বাংলার নাট্যমঞ্চকে করেছে উন্নত। তিনি নিজে একজন বিখ্যাত অভিনেতা ও নাট্য পরিচালক ছিলেন। ফলে তাঁর নাটকগুলির অভিনয়যোগ্যতা অন্য নাট্যকারদের থেকে অনেক বেশি ছিল।


তিনি হয়তো বাংলা নাট্য সাহিত্যের শ্রেষ্ঠ লেখক নন, কিন্তু বাংলা রঙ্গমঞ্চের অগ্রগতির ইতিহাসে গিরিশচন্দ্র ঘোষের অবদান চিরস্মরণীয়। তুচ্ছতার অগৌরব থেকে, রাজা মহারাজার ব্যক্তিগত খেয়াল খুশি থেকে, গিরিশচন্দ্র ঘোষ প্রথম বাংলা নাটককে সাধারণের দরবারে এনে হাজির করলেন।


বস্তুত, সারা জীবন গিরিশচন্দ্র ঘোষ নাটক রচনা, অভিনয় নির্দেশনা, অভিনয় শিক্ষক রূপে ও নাট্য সংগঠন ও পরিচালক রূপে রঙ্গমঞ্চ এর সাথে যুক্ত ছিলেন। সেকালের সমস্ত অভিনেতা-অভিনেত্রীর শিক্ষক ছিলেন তিনি।


যখন বাংলা থিয়েটার শুধু অভিজাতদের বিলাস যাপনের অঙ্গ ছিল, সেই অবমাননাকর পরিস্থিতি থেকে নাটককে মুক্তি দিয়েছিলেন গিরিশচন্দ্র ঘোষ


জাতীয় রঙ্গমঞ্চ (ন্যাশনাল থিয়েটার) প্রতিষ্ঠা : National Theatre set up in 1972 :


নারী চরিত্রে অভিনয়ের জন্য সমাজের এক বিশেষ স্তর থেকে অশিক্ষিত দেহ ব্যবসায়িনীদের নিয়ে এসে দিনের-পর-দিন তালিম দিয়ে তাদের অভিনেত্রী তৈরি করেছেন, এবং থিয়েটারের প্রয়োজনে সারাটা জীবন ব্যয় করেছেন গিরিশচন্দ্র ঘোষ


গিরিশচন্দ্র ঘোষের প্রধান কৃতিত্ব রঙ্গমঞ্চ প্রতিষ্ঠা। ১৮৭২খ্রিস্টাব্দে তিনি জাতীয় রঙ্গমঞ্চ (ন্যাশনাল থিয়েটার) প্রতিষ্ঠা করেছিলেন।


গিরিশচন্দ্র ঘোষের নাটকের তালিকা : Girish Chandra Ghosh Drama List:

গিরিশচন্দ্র 105টির বেশি নাটক ও প্র্রহসন রচনা করেছেন যার বেশিরভাগ অংশই অসফল সৃষ্টি। প্রথম দিকে তিনি অভিধানযোগ্য নাটক না পেয়ে নিজে বিখ্যাত কাব্য বা উপন্যাসের নাট্যরূপ দিয়ে কাজ চালিয়েছেন।


‘মেঘনাদবধকাব্য’ ‘পলাশীর যুদ্ধ’ কাব্য এবং বঙ্কিমচন্দ্র ও রমেশচন্দ্রের উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন। কিন্তু এতেও যখন রঙ্গমঞ্চের ক্ষুধা মিটিয়ে উঠতে পারেননি, তখন বাধ্য হয়ে অভিনেতা ও পরিচালক গিরিশচন্দ্র ঘোষকে নাটক রচনায় বসতে হয়েছে।


 তাঁর পূর্ণাঙ্গ নাটকের সংখ্যা 50টির বেশি। প্রায় এতগুলিই প্রহসন ও গীতিনাট্য লিখেছেন তিনি। এত কাজে ব্যস্ত থেকেও এই বিপুলসংখ্যক রচনা বিস্ময়কর। এমনও হয়েছে, রঙ্গমঞ্চের প্রয়োজন মেটাতে গিয়ে কখনো রাতারাতি নাটক লিখতে হয়েছে তাঁকে।


ফলে তার বেশিরভাগ নাটক প্রয়োজন মিটিয়েছে সকল সৃষ্টি হয়নি। যদিও সে যুগে অনেকে তাঁকে উচ্ছ্বাস করে ইংল্যান্ডের নট-নাট্যকার গ্যারিক-এর সঙ্গে তুলনা করেছেন।


গিরিশচন্দ্র ঘোষের গীতিনাট্য :Melodious Dramas of Girish Chandra Ghosh:


 প্রথম দিকে তিনি কতকগুলি গীতিনাট্য নিয়ে অবতীর্ণ হন। ‘আগমনী’(১৮৭৭), ‘অকালবোধন’(১৮৭৭), ‘দোললীলা’ প্রভৃতি বিপুল জনপ্রিয় হয়েছিল।


গিরিশচন্দ্র ঘোষের পৌরাণিক নাটক : Myhological Dramas of Girish Chandra Ghosh:

গিরিশচন্দ্রের খ্যাতি মূলত যাত্রার ঢং-এ লেখা পৌরাণিক নাটকগুলি নিয়ে। এগুলির সাহায্যে তিনি বাঙালি দর্শকের ভক্তি রসাপ্লুত মনে আনন্দ দান করেছিলেন। তাঁর এরকম মঞ্চসফল পৌরাণিক নাটক হলো, ‘অভিমুন্যবধ’(১৮৮১), ‘জনা’(১৮৯৪), ‘পান্ডব গৌরব’(১৯০০)


ইয়ংবেঙ্গলদের সেই সমাজ ভাঙার দিনে হিন্দু সমাজের যখন অনেকটা ভাঙচুর অবস্থায় অস্থিরচিত্ত, সেসময় রামকৃষ্ণ পরমহংসকে অবলম্বন করে হিন্দুসমাজে আবার ভক্তি ধর্ম ফিরে আসছিল। হিন্দুধর্মের সেই পুনরুত্থানের যুগে গিরিশচন্দ্রের এই পৌরাণিক নাটকগুলি সমাজ গঠনের উপাদান হিসেবে কাজ করেছে।


অবশ্য ভক্তিবাদ ও ভাবালুতার অতি বাড়াবাড়ি তাঁর নাটকগুলিকে অনেকটাই নষ্ট করেছে। তবুও অপেরার ঢং-এ লেখা তার ‘চৈতন্যলীলা’ (১৮৮৪), ‘বিল্বমঙ্গল’(১৮৮৮) অত্যন্ত জনপ্রিয় হয়েছিল।


গিরিশচন্দ্র ঘোষের ঐতিহাসিক নাটক : Historical Dramas of Girish Chandra Ghosh:


বঙ্গভঙ্গ আন্দোলনের উত্তাল দিনে দেশপ্রেমের বন্যা বইয়ে তিনি কয়েকটি দেশপ্রেমমূলক ঐতিহাসিক নাটক লিখেছিলেন। যেমন, ‘সিরাজউদ্দৌলা’(১৯০৬), ‘মীরকাসিম’(১৯০৬), ‘ছত্র্রপতি শিবাজী’(১৯০৭),‘সৎনাম’(১৯০৪)


এগুলিতে ইতিহাসের উপাদান থাকলেও দেশপ্রেম ও অতি উত্তেজনা নাটকগুলিকে নষ্ট করেছে; যদিও এগুলি খুবই জনপ্রিয় হয়েছিল।


গিরিশচন্দ্র ঘোষের সামাজিক নাটক : Social Dramas of Girish Chanda Ghosh:


মধ্য কলকাতার বাগবাজারের মানুষ ছিলেন তিনি। সেকালের মধ্যবিত্ত মানুষের ত্রূটি, দুর্বলতা, মিথ্যাচার, অধঃপতন ইত্যাদি, প্রাত্যহিক ঘটনাগুলো অবলম্বন করে তিনি কয়েকটি মানুষের মনজয়ী সামাজিক নাটক লিখেছিলেন।


যেমন, ‘প্রফুল্ল’(১৮৮৯), ‘হারানিধি’(১৮৯০), ‘বলিদান’(১৯০৫), ‘শাস্তি কি শান্তি’(১৯০৮), ‘মায়াকানন’(১৮৯৮) ইত্যাদি। উনিশ শতকের শেষদিকে অর্থনৈতিক কারণে একান্নবর্তী বাঙালি পরিবারে যে ভাঙ্গন ধরেছিল, তার ছবি গিরিশচন্দ্রের নাটকে আছে।


‘প্রফুল্ল’ নাটক আজ পর্যন্ত বাংলার রঙ্গমঞ্চে অন্যতম জনপ্রিয়তম নাটক। এই ট্রাজেডি নাটকটি একালের বিচারে সার্থক না হলেও, সেকালে আর কোন নাটকে এরূপ মর্মস্পর্শী করুনরস পরিবেশিত হয় নি।


গিরিশচন্দ্র ঘোষের প্রহসন : Farce of Girish Chandra Ghosh:


 গিরিশচন্দ্র অনেকগুলি প্রহসন লিখেছিলেন। যেমন, ‘সপ্তমীতে বিসর্জন’, ‘বেল্লিক বাজার’, ‘বড়দিনের বকশিশ’, ‘সভ্যতার পান্ডা’, ইত্যাদি। হাসির নামে ভাঁড়ামো এবং মাঝে-মাঝে অশ্লীলতা এই প্রহসনগুলিকে ব্যর্থ করেছে।


তাঁর নাটকে নানা ত্রূটি থাকলেও একনিষ্ঠ সারল্য প্রশংসার যোগ্য। নিষ্ঠা, আন্তরিকতা, পরিশ্রম ও সহানুভূতি নিয়ে তিনি বাংলার নাট্যমঞ্চ ও বাঙালি দর্শকের নাট্য মনস্কতার যে পরিবর্তন ঘটিয়েছিলেন, তার জন্য তিনি পরবর্তীকালেও স্মরণযোগ্য।



এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?


এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।



Related tags:

Girish Chandra Ghosh drama list

Girish Chandra Ghosh personal life
Girish Chandra Ghosh and Ramakrishna
Girish Chandra Ghosh family
Girish Chandra Ghosh songs
last play written by Girish Chandra Ghosh
Girish Chandra Ghosh newspaper
Girish Chandra Ghosh
Girish Chandra Ghosh biography in Bengali
Girish Chandra Ghosh songs
Girish Chandra Ghosh Jona Natok
drama by Girish Chandra Ghosh
logoblog

Thanks for reading বাংলা নাট্যসাহিত্যে গিরিশচন্দ্র ঘোষের অবদান আলোচনা করুন । The place of Girish Chandra Ghosh in Bengali Literature.

Previous
« Prev Post

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam links in the comment box.