সংস্কৃত সাহিত্যের ইতিহাস
রামায়ণ মহাকাব্য
বাংলা অনার্স, ষষ্ঠ সেমিস্টার
মহাকবি বাল্মিকী রচিত রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য হিসাবে সুবিদিত। সংস্কৃত সাহিত্যের ইতিহাস আলোচনায় রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য একটি গুরুত্বপূর্ণ অংশ। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক স্নাতক সিলেবাসে ষষ্ঠ সেমিষ্টারে সংস্কৃত সাহিত্যের ইতিহাস অন্তর্ভুক্ত আছে। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক স্নাতক ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষায় রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য সম্পর্কে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। সাম্মানিক স্নাতক বা বাংলা অনার্সের ছাত্র ছাত্রীদের উপকারের জন্য এই আর্টিকেলে নয়ন মহাকাব্য সম্পর্কে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আলোচনা করেছি। বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়াও কল্যাণী বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আরো কিছু বিশ্ববিদ্যালয়ের বাংলা বিষয়ে সাম্মানিক স্নাতক সিলেবাসে রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য অন্তর্ভুক্ত আছে। এই আলোচনা ছাত্র-ছাত্রীদের উপকারে লাগলে খুশি হব।
সংস্কৃত সাহিত্যের ইতিহাস:
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর:
1. আদি কবি কাকে বলা হয়?
মহাকবি বাল্মিকীকে আদি কবি বলা হয়।
2. পৃথিবীতে কতগুলি মহাকাব্য আছে?
পৃথিবীতে মোট চারটি মহাকাব্য আছে। সেগুলি হল - রামায়ণ ( Ramayana by Valmiki ), মহাভারত, ইলিয়াড, ওডিসি।
3. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য কখন লেখা হয়েছিল?
আনুমানিক খ্রীষ্টপূর্ব ষষ্ঠ শতকের আগে রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের মূল আখ্যান তৈরি হয়েছিল।
4. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যে কতগুলি কান্ড আছে?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের সাতটি কান্ড আছে। সেগুলি হল - বালকান্ড, অযোধ্যাকান্ড, অরণ্যকান্ড, কিষ্কিন্ধাকান্ড, সুন্দরকান্ড, লঙ্কাকান্ড, উত্তরকান্ড।
5. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের কোন কোন কাণ্ডকে প্রক্ষিপ্ত বলে মনে করা হয়?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের বালকাণ্ড ও উত্তরকাণ্ডের অধিকাংশ অংশ প্রক্ষিপ্ত বলে সমালোচকরা মনে করেন।
6. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যে কতগুলি শ্লোক আছে?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যে প্রায় 24 হাজার শ্লোক আছে।
7. রামায়ণের ( Ramayana by Valmiki ) সাতটি কান্ডের মধ্যে দীর্ঘতম কান্ড কোনটি?
রামায়ণের ( Ramayana by Valmiki ) সাতটি কান্ডের মধ্যে দীর্ঘতম কান্ড লংকাকান্ড।
8. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের সর্বাধিক আকর্ষণীয় কান্ড কোনটি?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের সর্বাধিক আকর্ষণীয় কান্ড হলো লঙ্কাকাণ্ড। লঙ্কাকান্ড এর মূল বিষয় হলো লঙ্কাপতি রাবণের সঙ্গে রাম লক্ষণের যুদ্ধ।
9. রামায়ণের ( Ramayana by Valmiki ) কোন কান্ডে রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলা হয়েছে?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের বালকান্ড এবং উত্তরকাণ্ডে রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলা হয়েছে।
10. বাল্মীকির পিতার নাম কী?
বৈদিক আখ্যান বিচার করে দেখা যায়, ভৃগুর পুত্র চবনের সন্তান ছিলেন বাল্মিকী।
11. ব্রহ্মা রামায়ণ ( Ramayana by Valmiki ) সম্পর্কে বাল্মিকীকে কী বলেছিলেন?
ব্রহ্মা বাল্মিকীকে বলেছিলেন -
"যাবৎ স্থাস্যন্তি গিরয় : সরিতশ্চ মহীতলে।
তাবৎ রামায়ণ ( Ramayana by Valmiki ) কথা লোকেষু প্রচরিষ্যতি।।"
12. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের কোন অংশে বুদ্ধের কথা আছে?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের দ্বিতীয় কান্ডে বুদ্ধের কথা আছে। রামচন্দ্র বুদ্ধকে চোর বলেছিলেন।
13. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যে কাদের যবন বলা হয়েছে?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যে গ্রিকদের যবন বলা হয়েছে। রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যে দুবার যবন শব্দের ব্যবহার আছে।
14. রাবণের বিরুদ্ধে রামচন্দ্রের যুদ্ধ কাহিনীর রূপক অর্থ কী?
রাবনের বিরুদ্ধে রামচন্দ্রের যুদ্ধ এবং জয়লাভ প্রকৃতপক্ষে আর্যদের দাক্ষিণাত্য বিজয়ের রূপক।
15. বাল্মিকীকে আদি কবি কে বলেছেন?
সংস্কৃত সাহিত্যের খ্যাতনামা লেখকগণ, বিশেষত কালিদাস, ভবভূতি প্রমূখ বাল্মিকীকে আদি কবি বলেছেন।
16. রামায়ণ ( Ramayana by Valmiki ) ও মহাভারতের সঙ্গে ইলিয়াড ও ওডিসির পার্থক্য লেখ।
ইলিয়াড ও ওডিসির বিবর্তন ঘটে নি। কিন্তু রামায়ণ ( Ramayana by Valmiki ) ও মহাভারত কাব্যের বিবর্তন ও ক্রমবিকাশ ঘটেছে।
17. রাবণ চরিত্রের বৈশিষ্ট্য কী?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যের রাবণ চরিত্র অত্যন্ত অহংকারী, দুর্বৃত্ত, লম্পট এবং অবিবেচক।
18. বিভীষণ চরিত্রের বৈশিষ্ট্য লেখ।
বিভীষণ ছিলেন বিশ্বশ্রবা এবং নিকষার কনিষ্ঠ সন্তান। বিভীষণ ছিলেন ন্যায় পরায়ণ, ধর্মনিষ্ঠ এবং রামচন্দ্রের ভক্ত।
19. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যকে অবলম্বন করে সংস্কৃত সাহিত্যে কাব্য রচনা করেছেন কারা?
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্যকে অবলম্বন করে সংস্কৃত সাহিত্যে কালিদাস, ভবভূতি প্রমূখ বিখ্যাত কাব্য রচনা করেছেন।
20. রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য অবলম্বনে বাংলা ভাষায় লেখা হয়েছে এমন কয়েকটি কাব্যের নাম লেখ।
রামায়ণ ( Ramayana by Valmiki ) মহাকাব্য অবলম্বনে মধুসূদন দত্ত লিখেছিলেন 'মেঘনাদবধ কাব্য', গিরিশচন্দ্র ঘোষের লেখা 'রাবণ বধ' দ্বিজেন্দ্রলাল রায়ের লেখা 'সীতা' নাটক।
।। সমাপ্ত।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.