Footer Logo

২০২১/০৬/১০

Class 10 Asukhi Ekjon by Pablo Neruda Question Answer অসুখী একজন

  BAIRAGYA SHIKSHA NIKETAN       ২০২১/০৬/১০

 অসুখী একজন
পাবলো নেরুদা

পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি উত্তম পুরুষের বাচনভঙ্গিতে রচিত। এই কবিতার কথক তার প্রিয়তমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছেন। প্রিয়তম মানুষটি ফিরে আসবে এই বিশ্বাস নিয়ে কতকের প্রিয়তমা অপেক্ষা করেছে। কিন্তু কথক আর ফিরে আসবেন না। এক বছর এবং এক সপ্তাহ কেটে গেছে। যুদ্ধ এসে সমস্ত শহরটিকে ধ্বংস করে দিয়েছে। শুধু সেই মেয়েটির মৃত্যু হয়নি। এভাবে এই কবিতায় প্রেমের সর্বজয়ী রূপ দেখানো হয়েছে। 

Class 10 Asukhi Ekjon by Pablo Neruda Question Answer  অসুখী একজন
Class 10 Asukhi Ekjon by Pablo Neruda Question Answer  অসুখী একজন


অসুখী একজন কবিতার উৎস:


পাবলো নেরুদার লেখা Extravaria কাব্যগ্রন্থের La Desdichada কবিতাটি নবারুণ ভট্টাচার্য অসুখী একজন নামে অনুবাদ করেছিলেন। অসুখী একজন কবিতাটি নবারুণ ভট্টাচার্যের বিদেশি ফুলে রক্তের ছিটে নামক অনুবাদ বইতে অন্তর্ভুক্ত হয়েছে। 


অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন:


1. পাবলো নেরুদার প্রকৃত নাম কী? 

পাবলো নেরুদার প্রকৃত নাম নেকতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো। 


2. আমি তাকে ছেড়ে দিলাম- কে একথা বলেছেন? 

পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় কবিতার কথক এ কথা বলেছেন। 


3. অসুখী একজন কবিতায় কবির পায়ের দাগ কে ধুয়ে দিয়েছিল? 

পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় বৃষ্টি এসে কবির পায়ের দাগ ধুয়ে দিয়েছিল। 


4. অসুখী একজন কবিতায় দেবতাদের কী ঘটলো? 

অসুখী একজন কবিতায় দেখি যুদ্ধ আসার ফলে দেবতারা মন্দির থেকে উলটে পড়লো এবং টুকরো টুকরো হয়ে গেল। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। 


5. কী কী চূর্ণ হল? 

অসুখী একজন কবিতার কথকের মিষ্টি বাড়ি, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ সব চূর্ণ হয়ে গেল। 


6. সে জানতো না- কে, কী জানতো না? 

অসুখী একজন কবিতার কথকের প্রিয়তমা জানতো না, তার প্রিয়তম মানুষটি আর কখনো ফিরে আসবে না। 


7. অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন কে? 

পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতাটি অনুবাদ করেছেন নবারুণ ভট্টাচার্য। 


8. রক্তের একটা কালো দাগ- রক্তের কালো দাগ কোথায় ছিল? 

অসুখী একজন কবিতায় আছে যুদ্ধের ফলে শহরটি ধ্বংস হয়ে গিয়েছিল। সেখানে পড়েছিল দোমড়ানো লোহা, কাঠ কয়লা, মৃত পাথরের মূর্তির বীভৎস মাথা। আর সেই সঙ্গে ছিল রক্তের একটা কালো দাগ। 


9. বছরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে কেন? 

পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতার কথক তার প্রিয়তমা নারীকে ছেড়ে চলে যাবার পরে সেই নারীটি তার অপেক্ষায় থেকেছে। প্রিয়তম মানুষটিকে কাছে না পেয়ে সেই নারীর জীবনের প্রতিটি মুহূর্ত পাথরের মতো রুক্ষ এবং কঠিন হয়ে পড়েছিল। 


10. যুদ্ধ কেমন ভাবে এসেছিল? 

যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মত। 


অসুখী একজন কবিতার বড় প্রশ্ন:


1. অপেক্ষায় করিয়ে রেখে দরজায়- কে, কেন অপেক্ষায় ছিল?


পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় উল্লিখিত নারী তার প্রিয়তমের জন্য অপেক্ষা করেছিল। এই কবিতায় কথক চরিত্র বা কবি স্বয়ং তার বাড়ি ছেড়ে প্রিয়তমাকে ছেড়ে দেশের বৃহত্তর স্বার্থে আত্মনিবেদন করেছিলেন এবং বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। কথকের প্রিয়তমা নারীটি তার ফিরে আসার জন্য অপেক্ষমাণ ছিল। কবিতার কথক বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময় তার প্রিয় নারীটিকে শেষবারের মতো দেখেছিল দরজায় দাঁড়িয়ে থাকতে।


যতবার তার স্বদেশভূমি এবং স্বজনের কথা ভাবেন তার মানসপটে মেয়েটির দরজায় অপেক্ষমান ছবিটি ফুটে ওঠে। মেয়েটির দরজায় দাঁড়িয়ে থাকার আরো তাৎপর্য আছে। এটি একটি প্রতীকী কথা। দরজায় দাঁড়িয়ে থাকা- এই কথার প্রতীকে কবি যেন বলতে চেয়েছেন বুক ভরা প্রেম নিয়ে মেয়েটি সর্বদা তার প্রিয় মানুষটির ফিরে আসার প্রতীক্ষা করছে। 


2. আমি তাকে ছেড়ে দিলাম- তাকে ছেড়ে দেওয়ার প্রকৃত কারণ কী? 


অসুখী একজন কবিতায় পাবলো নেরুদা একটি ট্রাজিক কাহিনীর উপস্থাপনের মধ্য দিয়ে তার দেশ ও সমাজের চিত্রটি ফুটিয়ে তুলেছেন। কবিতার প্রথমে তিনি বিরহের নিদারুণ আর্তি প্রকাশ করেছেন। এই কবিতায় উল্লিখিত পুরুষটি বা কবি নিজে বৃহত্তর রাজনৈতিক প্রয়োজনে দেশ উদ্ধার করার জন্য তার স্বজন ও স্বভূমি ত্যাগ করেছিলেন। তিনি তার প্রিয়তমাকে ছেড়ে অনেক দূরে চলে গিয়েছিলেন।


ফিরে আসার সব পথ রুদ্ধ ছিল। বুক ভরা প্রেমের আকুতি নিয়ে মেয়েটির তার জন্য অপেক্ষা করলেও তার ফিরে আসার উপায় ছিল না। এই কবিতায় কথক এর চলে যাওয়া চিরন্তন বিরহের ও যন্ত্রণার ছবিকে ফুটিয়ে তুলেছে। ছেড়ে দিলাম এই কথাটির সঙ্গে মিশে আছে দেশের স্বার্থে আপনার স্বার্থ ও প্রেমকে বিসর্জন দেওয়ার ছবি। দেশকে ভালবেসে তিনি ব্যক্তিগত জীবনে প্রেম ভালোবাসার বন্ধন থেকে দূরে সরে গেছেন। হয়তো তার দেশের অস্থির পরিস্থিতিকে উপেক্ষা করে মেয়েটিকে কাছে ধরে রাখার উপায় ছিল না। তাকে ছেড়ে দিয়েছিলেন। 


3. তারপর যুদ্ধ এলো- 'তারপর' শব্দটি কে ব্যবহার করেছেন কেন? 


অসুখী একজন কবিতায় পাবলো নেরুদা দুইরকম চিত্রের সমাবেশ ঘটিয়েছেন। কবিতার প্রথম অংশে আছে কবিতার কথকের বাড়ি থেকে চলে যাওয়া, কতকের প্রিয়তমার দুঃখভোগ, ঋতু পরিবর্তন, সমতলের নিরবিচ্ছিন্ন জীবন প্রবাহ, একমাত্র প্রিয়তমার মন ছাড়া আর সকলের কাছে কথকের স্মৃতি আবছা হয়ে যাওয়া।


অসুখী একজন কবিতার কথক বা কবি দূরে চলে যাওয়ার কারণে তার অপেক্ষায় থাকা মেয়েটি বিরহের আগুনে দগ্ধ হয়েছিল। এই প্রথম অংশে কবি দীর্ঘ এক বছর এক সপ্তাহের বিরহ বেদনাপূর্ণ স্মৃতি রোমন্থন করেছেন। এই সময়কালের পরে যুদ্ধের অভিঘাতে সমতলের জীবনপ্রবাহ ধ্বংস হয়েছিল। যুদ্ধ সংঘটিত হওয়ার পূর্ব সূত্র এবং পূর্বের ঘটনা সকল এক সূত্রে গ্রথিত করার জন্য 'তারপর' শব্দটি ব্যবহার করেছেন। 


4. সেই মেয়েটির মৃত্যু হল না কেন? 


পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় একটি নারী চরিত্রের উল্লেখ আছে তার প্রিয় মানুষটির ঘরে ফেরার প্রত্যাশা নিয়ে বুক ভরা প্রেমের ডালি সাজিয়ে অপেক্ষা করেছিলেন। অশান্ত সময় কবিতার কথককে ডেকে নিয়ে গেছে। তিনি কখনো তার প্রিয় শহরে এবং প্রিয়তমার কাছে ফিরবেন না। কিন্তু তার প্রিয়তমা আশার প্রদীপ জ্বালিয়ে অপেক্ষমান থেকেছেন। প্রিয় মানুষকে কাছে না পেয়ে তার বিরহে প্রতিটি ক্ষণ তার কাছে পাথরের মত সুকঠোর আঘাতে নেমে এসেছে। তবুও মেয়েটির অপেক্ষার অবসান হয়নি। এরপর যুদ্ধ এসে শহরের সব মানুষকে হত্যা করেছে। আর কবি বলেছেন সেই মেয়েটির মৃত্যু হয়নি। 


অসুখী একজন কবিতায় উল্লিখিত নারীটি রক্তমাংসের কোন অবয়ব নয়। চিরন্তন প্রেমের অনির্বাণ শিখা হয়ে মেয়েটি দীপ্যমান। যুদ্ধ এসে রক্তমাংসের নারীর শরীরকে হত্যা করতে পারে কিন্তু মেয়েটির শাশ্বত প্রেমের প্রতীক। প্রেম অবিনাশী তার মৃত্যু নেই। এই বিশেষ অর্থে প্রেমের প্রতীক মেয়েটির মৃত্যু হয়নি। 


5. দেবতাদের শান্ত ও হলুদ বলা হয়েছে কেন? 


পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় যুদ্ধের বীভৎস রূপ যেমন বর্ণনা করা হয়েছে পাশাপাশি সর্বশক্তিমান বলে কথিত দেবতাদের অক্ষমতার বিষয়টি উল্লেখ করা হয়েছে। যুদ্ধের অভিঘাত শুধু সমতলের মানবজীবনকে রক্তাক্ত করলো না, ধর্ম ভাবনার ফাঁপা ফানুস কত যে মিথ্যা লেখক তা উল্লেখ করলেন। দেবতারা অকর্মণ্য ও অপদার্থতার সার্থক দৃষ্টান্ত। সময় যখন প্রশান্ত ছিল, মানুষ দেবতার নামে জয়ধ্বনি দিত।


দেবতাকে ব্রহ্মাণ্ডের সকল কিছুর নিয়ন্ত্রক মনে করা হতো। কিন্তু দেবতারা প্রকৃতপক্ষে চোখ বন্ধ করে হাজার হাজার বছর অনড় থেকেছেন। তাই কবি বলেছেন "যারা হাজার বছর ধরে/ ডুবেছিল ধ্যানে"। দেবতাদের অস্তিত্ব যুদ্ধের কালে বিপন্ন হল- "উলটে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে/ তারা আর স্বপ্ন দেখতে পারলো না"। পৃথিবীর সুখ দুঃখে দেবতার কোন অস্তিত্ব এবং ভূমিকা ছিল না। তাই তাদের শান্ত এবং হলুদ বলা হয়েছে। 


6. তারা আর স্বপ্ন দেখতে পারলো না- কারা, কেন স্বপ্ন দেখতে পারলো না? 


পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় দেবতাদের শক্তি এবং অস্তিত্ব নিয়ে বিদ্রুপ বর্ষিত হয়েছে। যুদ্ধের আগুনের সমস্ত শহর যখন পুড়েছে, তখন দেবতারা মন্দির থেকে উল্টে পড়েছিল। তাদের হাজার বছরের ধ্যান ধূলিমলিন হলো। তারা টুকরো টুকরো হয়ে ধর্মের মিথ্যা প্রচার এবং ঈশ্বরের অস্তিত্ব হীনতাকে প্রমাণ করলো। পৃথিবী পরিচালিত হয় দেবতার নামে। অথচ দেবতারা অশান্ত সময়ে মানুষকে যেমন রক্ষা করতে পারল না তেমনি ভাবে নিজেদের অস্তিত্বটুকু বাঁচাতে পারল না।


তারা মন্দির থেকে স্থানচ্যুত হয়ে নিজেরাই স্বপ্ন দেখতে ব্যর্থ হলো। স্বপ্নহীন, সত্যহীন, অসুন্দর দেবতারা কোন ভাবে মানুষকে সংকটমোচন করতে পারেনা। তাই দেবতাদের স্বপ্ন দেখার ব্যর্থতা বৃহত্তর অর্থে ধর্মের অসারতাকে প্রমাণ করলো। ধর্ম হল একটি মোহ, তা মানুষকে মিথ্যা মায়ায় ভুলিয়ে রাখে। দেবতারা নিজেরা যদি স্বপ্ন দেখতে না পারে মানব সমাজ ধর্মের কাছ থেকে বেঁচে থাকার আশ্বাস ও প্রেরণা লাভ করতে পারে না। মার্কসবাদী ভাবনায় বিশ্বাসী পাবলো নেরুদা আলোচ্য কবিতায় একই সঙ্গে তার দেশের গৃহযুদ্ধে চিত্র এবং ধর্মের মিথ্যা প্রলোভন দুটিকে একসঙ্গে চিত্রিত করেছেন। 


7. সব চূর্ণ হয়ে গেল- কী কী পূর্ণ হল এবং কেন?


অসুখী একজন কবিতায় মানবদরদি কবি পাবলো নেরুদা তার দেশের সেই সময়ের অশান্তি ও গৃহযুদ্ধের চিত্র বর্ণনা করেছেন। যুদ্ধের অভিঘাতে সমস্ত সমতল বিপর্যস্ত হল। শিশু ও বাড়িরা খুন হলো, অর্থাৎ নিরীহ মানুষের উপর নির্বিচারে অত্যাচার চালালো হিংস্র শাসক ও তার অনুগামীরা। যুদ্ধের আঘাতে প্রাণবন্ত শহরটি মৃত্যুর স্তুপ হয়ে পড়ে রইল। কবি বা কবিতার কথক স্মৃতিচারণার পাশাপাশি তার বেদনাকে প্রতিফলিত করে বলেছেন, তার মিষ্টি বাড়ি, বারান্দা, ঝুলন্ত বিছানা, গোলাপি গাছ, ছড়ানো করতলের মত পাতা, চিমনি, প্রাচীন জলতরঙ্গ সবকিছু চূর্ণ হলো। মানুষের আশা ও স্বপ্নের সমাধি ঘটলো। যুদ্ধের আগুনে পুড়ে গেল মানুষের ঘর সংসার ও জীবনের প্রশান্তি। 


8. সেই মেয়েটি আমার অপেক্ষায়- মেয়েটি অপেক্ষায় আছে কেন? 


পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতায় একদিকে যুদ্ধের ভয়াবহতা অন্যদিকে প্রেমের পিপাসা বুকে নিয়ে প্রিয়তমের অপেক্ষায় থাকা একটি মেয়ের চিত্র উপস্থাপিত হয়েছে। কবিতার প্রথমে দেখি দেশের স্বার্থে বিপ্লবের বৃহত্তর স্বার্থকে সফল করার উদ্দেশ্যে কবিতার কথক ঘর ছেড়েছিলেন। তিনি জানতেন আর কখনো ফিরতে পারবেন না তিনি। তার প্রিয়তমা আশা ও বিশ্বাসে ভর করে প্রিয় মানুষটির ফিরে আসার অপেক্ষা করেছেন। মেয়েটি একই সঙ্গে চিরন্তন প্রেম ও বিশ্বাসের প্রতীক। যুদ্ধের ভয়াবহ আগুনে সমস্ত পুড়লেও কবি বলেছেন তার প্রিয়তমার মৃত্যু হয় নাই।


ভালোবাসার মৃত্যু হয় না। প্রেম চিরন্তন। সেই চিরন্তন প্রেমের প্রতিমূর্তি হয়ে উঠেছে কবিতায় উল্লিখিত নারীটি। প্রেম সফল হয় বিশ্বাসের দৃঢ়তায়। মেয়েটির বিশ্বাস করেছিলেন তার প্রিয়তমা একদিন ফিরে আসবে। তাই মেয়েটি একরাশ ভালোবাসা ও প্রত্যাশার পাহাড় রচনা করেছিলেন। কবিতার কথক ঘর ছেড়ে গেলে মেয়েটি দুঃসহ বিরহের আগুনে পুড়তে পুড়তে চিরন্তন প্রেম ও ট্রাজেডির মূর্তি হয়ে উঠেছে। যুদ্ধ বা হিংসা কখনো এই প্রেমকে ধ্বংস করতে পারে না। তাই কবিতার শেষে কবি বলেছেন, সেই মেয়েটি আমার অপেক্ষায় রয়েছে। প্রেম এবং মানবতার জয়গান প্রকাশ পেয়েছে মেয়েটির অপেক্ষায় থাকার চিত্রকল্পে। 


এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?


এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।


মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Asukhi Ekion by Pablo Neruda

মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Asukhi Ekion by Pablo Neruda

WBBSE Class 10th Bengali Suggestion-Asukhi Ekion by Pablo Neruda Question Answer

WBBSE Class 10th Bengali Suggestion-Asukhi Ekion by Pablo Neruda Question Answer

WBBSE Class X Bengali Suggestion- AsukhiEkion by Pablo Neruda Question Answer Suggestion

WBBSE Class X Bengali Suggestion-Asukhi Ekion by Pablo Neruda Question Answer Suggestion

WBBSE Class 10th Bengali Question - Answer - class 10 Asukhi Ekion by Pablo Neruda Question Answer

WBBSE Class 10th Bengali Question - Answer - class 10 Asukhi Ekion by Pablo Neruda Question Answer

WBBSE Class 10th Bengali Suggestion -  wbbse class 10 Asukhi Ekion by Pablo Neruda

WBBSE Class 10th Bengali Suggestion -  wbbse class 10 Asukhi Ekion by Pablo Neruda

পাবলো নেরুদার লেখা অসুখী একজন কবিতা

অসুখী একজন পাবলো নেরুদা

WBBSE Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Suggestion Download, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion.


AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers,Madhyamik Bengali Suggestion.

logoblog

Thanks for reading Class 10 Asukhi Ekjon by Pablo Neruda Question Answer অসুখী একজন

Previous
« Prev Post

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam links in the comment box.