সাহিত্যের রূপ ও রীতি । রোমান্টিসিজম কী? What is Roanticism?
![]() |
Romantic Imagination Meaning |
রোমান্টিসিজম এর অর্থ : Romantic Imagination Meaning :
‘রোমান্টিক’ শব্দটির যথার্থ বাংলা প্রতিশব্দ নির্বাচনে সমালোচকদের মধ্যে মতভেদ আছে। সুধীন্দ্রনাথ দত্ত শব্দটির বাংলা করেছেন ‘খেয়ালি কল্পনা’।
কবি মোহিতলাল মজুমদার ইংরেজি ‘ফ্যান্সি’র বাংলা করেছিলেন ‘খেয়ালি কল্পনা’, আর ‘ইমাজিনেশন’ এর বাংলা করেছিলেন ‘সৃজনী কল্পনা’।
রোমান্টিক কল্পনাকে খেয়ালি বললে তা সৃজনী কল্পনা নয়, এমন ধারণা হতে পারে। তাই ‘রোমান্টিক’ কথাটিকে প্রতিশব্দ ব্যতিরেকে অবিকৃতভাবে গ্রহণ করাই সমীচীন।
রোমান্টিকতার সূচনা : Romanticism in English Literature :
অষ্টাদশ শতকের শেষের দিকে নিও-ক্লাসিক সাহিত্যিকগণের কর্ম-সর্বস্বতা ও রুচিবাদ সাহিত্যে একঘেয়েমিতা শুধু করে। গ্রে, ব্লেক, বার্নস প্রমূখ কবি প্রথম বিদ্রোহ শুরু করেন।
ফলে ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূচনা ঘটে। অনেকে মনে করেন, ইংরেজি সাহিত্যে রোমান্টিক যুগের সূত্রপাত ফরাসি বিপ্লব থেকে হয়েছিল।
১৭৯৮খ্রিস্টাব্দে ‘লিরিকাল ব্যালাডস’ ( Lyrical Ballads ) প্রকাশের সঙ্গে সঙ্গে রোমান্টিকতার সূচনা হয়। এই ‘লিরিক্যাল ব্যালাডস’ এর ( Lyrical Ballads ) যুগ্ম সম্পাদক ছিলেন ওয়ার্ডসওয়ার্থ ও কোলরিজ।
রোমান্টিসিজম এর সংজ্ঞা : Defination of Romanticism :
রোমান্টিসিজম এর সংজ্ঞা নির্ধারণ করা সহজ নয়। ওয়াটস ডানকান-এর মতে, ‘রোমান্টিসিজম’ হলো বিস্ময়-রসের পুনর্জীবন। ওয়াল্টারপর্টার-এর মতে, তা সুন্দর-এর সঙ্গে অদ্ভুত ব্যাপারের পরিণয় (strangeness added to beauty)। ভিক্টর হুগোর মতে, সাহিত্যে উদারপ্রাণতাই হল রোমান্টিকতা। হারফোর্ড বলেছেন, “An extraordinary development of imaginative sensibilities.”.
রোমান্টিসিজম এর বৈশিষ্ট্য : Characteristics of the Romantic Period :
সাহিত্য সৃষ্টিতে দুটি উপাদানের কথা সকলেই স্বীকার করেন- একদিকে স্রষ্টা, অন্যদিকে বস্তুজগৎ। স্রষ্টার আছে নিজস্ব মনোভঙ্গি, বস্তু জগতের আছে আপন অভিব্যক্তির স্বতন্ত্র অস্তিত্ব ও রূপ।
যারা বস্তুর রূপ ও রসের আস্বাদনে তন্ময় হয়ে থাকেন, যেভাবে বস্তু নিজেকে দেখাচ্ছে সেভাবেই দেখেন, তারা হলেন ক্লাসিক মনোভঙ্গির কবি।
কিন্তু আর এক জাতের কবি আছেন, যাদের ভাঙ্গিতে বস্তুজগৎ নতুন অর্থ পরিগ্রহ করে। তারা বস্তুর বাইরের রূপ নিয়ে সন্তুষ্ট থাকতে পারেন না, চলে যান গভীরে। তখন, বস্তু তার ব্যবহারিক সত্তাকে ভাবসত্তায় পরিণত করে।
তখন, সৃষ্টি হয় অলৌকিক ভাবের জগত। তখন, প্রত্যক্ষ সত্য অপ্রত্যক্ষ হয়ে গিয়ে কবির ভাবরসে জাড়িত হয়ে উদ্ভাসিত হয়।
রোমান্টিসিজম এর বৈশিষ্ট্য ও উদাহরণ : Romanticism Examples and Characteristics :
রবীন্দ্রনাথ লিখেছেন, “পর্বত চাহিল হতে বৈশাখের নিরুদ্দেশ মেঘ”। গাছপালা ও পর্বতের মধ্যে চাঞ্চল্য নাই, আছে কালো মেঘের বুকে উড়ন্ত বলাকা শ্রেণির দিগন্তে উধাও হওয়ার চাঞ্চল্য।
নদীর নিরলস গতিবেগ কবির মনে সৃষ্টি করে আবেগ, তখন আমরা কবির চোখ দিয়ে দেখি, সত্যই পর্বত বৈশাখের নিরুদ্দেশ মেঘ হতে চায়, গাছপালা উধাও হতে চায় মাটির বাঁধন ছিড়ে শূন্য দিগন্তে।
কবি অনুভূতির আবেশে কল্পনার মায়াকাঠি বুলিয়ে আনলেন সেই গতির আবেগ। এখানে কবির কল্পনা মন্ময় ধর্মী, ক্লাসিক-এর মত তন্ময় ধর্মী নয়।
ক্লাসিক কাব্যে যেখানে কবি মনের চেয়ে বস্তুর প্রকাশ মুখ্য, সেখানে রোমান্টিক কাব্যে প্রধান হলো কবির মনের প্রকাশ। বস্তু সেখানে উপলক্ষ মাত্র। এই প্রসঙ্গে রোমান্টিসিজম এর কতগুলি বৈশিষ্ট্য উল্লেখ করছি :
রোমান্টিসিজম এর বৈশিষ্ট্য : How did the Romantics View Nature :
উদার, উন্মুক্ত, লীলাচপল প্রকৃতি ও পল্লী নিসর্গের প্রতি নিবিড় অনুরাগ ও মমত্ব রোমান্টিক সাহিত্যের অন্যতম লক্ষণ।
গভীর সৌন্দর্যপিপাসা ও রহস্যবোধের তাড়ণায় রোমান্টিক কবি প্রকৃতির মর্মে প্রবেশ করে তার অন্তর্লীন আনন্দ ও প্রশান্তির স্বরূপ উদঘাটন করতে বিশেষ আগ্রহী।
ওয়ার্ডসওয়ার্থ-এর কাব্যে প্রকৃতি দেখা দিয়েছে শান্ত রসাস্পদ চিন্তার বাহন রূপে। শেলি-এর কবিতায় প্রকৃতির ভূমিকা প্রেমের প্রবর্তনায় গভীর। সৌন্দর্যের একান্ত পুজারি কীটসও প্রকৃতির রূপ ও রসের অনুরাগী।
একাত্মতাবোধ : Individualism in Romanticism :
প্রকৃতি-প্রেমের প্রত্যয় হিসাবে মানবপ্রেম ও সহজ সরল জীবনের প্রতি গভীর মমতা সঞ্চারিত হয়েছিল রোমান্টিক কাব্য ও গদ্য সাহিত্যে।
ওয়ার্ডসওয়ার্থ লুসিকে নিয়ে যে অসামান্য কবিতাগুলি লিখেছিলেন, তাতে এক সাধারণ গ্রাম্যবালিকা রূপান্তরিত হয়েছিল আনন্দ ও পবিত্রতার প্রতীকে প্রকৃতির সঙ্গে লীন একাত্ম অনুভবে।
বিহারীলাল, রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশের কাব্যে প্রকৃতি-মানুষের নিবিড় সংযোগ দেখা গিয়েছিল।
রোমান্টিক কবির খেয়ালি কল্পনা : Characteristics of Romantic Poetry and the Romantic Imagination :
রোমান্টিক কবি আত্মগত কল্পনায় জীবনকে দেখেন ও দেখান। ফলে, বস্তুজগতের অভিধা বদলে যায়। যে পারিপার্শ্বিক জগতের মধ্যে কবি বাস করছেন, তাতে তিনি খুশি থাকতে পারেনা।
ব্যক্তিস্বাতন্ত্র্যের স্পর্শে প্রাপনীয়কে পাওয়ার জন্য গতানুগতিকতার বেড়া ভেঙে নতুন সৃষ্টির উল্লাসে যেন দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়েন। জগৎকে তিনি নিজের মনের মতো করে রূপ দিতে চান। চোখে থাকে বিস্ময়ের মোহাঞ্জন।
কবিতায় রোমান্টিকতা : Romanticism in Poetry :
সমকালীন জীবন সম্পর্কে তাঁরা এতটাই আস্থাহীন ছিলেন যে, তাারা বারবার ফিরে যেতে চেয়েছেন অতীতে, দূরবর্তী ও অতিক্রান্ত জীবনধারার কাল্পনিক সৌন্দর্যে ও মায়াময় স্মৃতিতে।
যেমন, জীবনানন্দ গেছেন ব্যাবিলন মিশরের প্রাচীন সভ্যতা ‘বিম্বিসার অশোকের ধূসর জগতে’।
কোলরিজের ‘এনসিয়েন্ট মেরিনার ক্রিস্টাবেল’ এবং ‘কুবলা খান’ বা কিটস্ এর ‘লামিয়া’, ‘ইসাবেলা’ প্রভৃতি কবিতায় এক অপার্থিব অলৌকিক জগতকে আভাসিত করা হয়েছে।
রোমান্টিক কবি-লেখকদের মধ্যে অতিপ্রাকৃত স্বপ্নলোকের ফ্যান্টাসি নির্মাণের আগ্রহ লক্ষ্য করা যায়। একে কোলরিজ বলেছেন ‘উইলিং সাসপেনশন অফ ডিসবিলিফ’।
রোমান্টিক কবিতা শুধু আত্মনিষ্ঠ নয়, বস্তুনিষ্ঠ হতে পারে। যেমন, রবীন্দ্রনাথের ‘কর্ণকুন্তী সংবাদ’ বা ‘গান্ধারীর আবেদন’।
এই ধরনের কবিতাগুলি ফর্মের দিক থেকে বস্তুনিষ্ঠ হলেও মেজাজের বিচারে রোমান্টিক। উপন্যাস, নাটক এই কারণে বস্তুনিষ্ঠ সাহিত্য হয়েও রোমান্টিক হয়ে ওঠে। পরিশেষে একটি উদাহরণ দিচ্ছি-
“দূরে বহুদূরে
স্বপ্নলোকে উজ্জয়িনীপুরে
খুঁজিতে গেছিনু কবে শিপ্রা নদীপাড়ে
মোর পূর্ব জন্মের প্রথম প্রিয়ারে”
এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?
এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।
WBBSE Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Suggestion Download, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion Bengali Honours notes, Bengali Honours syllabus, Bengali Honours question papers, Bengali Honours suggestion.
AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion Bengali Honours notes, Bengali Honours syllabus, Bengali Honours question papers, Bengali Honours suggestion.
ndividualism in romanticism, characteristics of romantic poetry, characteristics of british romanticism, characteristics of the romantic period music, the romantic imagination summary, the romantic imagination, what values are part of romanticism, what are some legacies of romanticism, how does intuition apply to the romantic era, how is nature significant to romanticism, romanticism, romanticism art, romanticism definition, romanticism literature, romanticism meaning, romanticism characteristics, romanticism artists, romanticism paintings, romanticism poetry, romanticism art characteristics, characteristics of romanticism, american romanticism, dark romanticism, greatest figure in russian romanticism, define romanticism, which of the following is not characteristic of romanticism, features of romanticism sahityer rup o riti.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.