প্রশ্ন: রবীন্দ্রনাথের লেখা ত্যাগ গল্পের বিষয়বস্তু বিশ্লেষণ করে নামকরণ সার্থকতা আলোচনা করো।
![]() |
Ravindranath Tagore Short Story Tyaag |
রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ত্যাগ নামে ছোটগল্পটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এবং বিভিন্ন কলেজের সিলেবাসে আছে। যেসব ছাত্রছাত্রী বাংলা অনার্স এবং বাংলা এম এ তে পড়াশোনা করছে, তাদের জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ত্যাগ নামে ছোটগল্প থেকে এই নোটটি তৈরি করলাম। ত্যাগ নামে গল্পের এই নোটটি ছাত্র-ছাত্রীদের উপকারে লাগবে। ত্যাগ গল্পটি রবীন্দ্রনাথের লেখা গল্পগুচ্ছের একটি বিখ্যাত গল্প।
ছোটগল্প হিসেবে রবীন্দ্রনাথের লেখা ত্যাগ গল্পের সার্থকতা বিচার করো।
ত্যাগ গল্পটি ১২৯৯ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় সাধনা পত্রিকায় প্রকাশিত হয়েছিল। এই গল্পের দুটি দিক আছে- একটি সমাজ সংস্কারের দিক, অন্যটি মানব-মানবীর প্রেম সংস্কার।
ত্যাগ গল্পের সূচনা ঘটেছে এক জ্যোৎস্না আলোকিত রাত্রিতে হেমন্ত যখন তার স্ত্রীর প্রতি প্রবল যৌবন আকর্ষণ অনুভব করেছিল তখন তার স্ত্রী কুসুম একান্ত কুণ্ঠিত হয়েছিল। দাম্পত্য বাধার স্বরূপটি কি গল্পকার প্রথমে তা ভেঙ্গে বলেন নি। প্রথম থেকেই একটা উৎকণ্ঠা সঞ্চার হয়েছে। এমন সময় হেমন্তর বাবা এসে কুসুমকে পরিত্যাগের নির্দেশ দিয়েছে।
আর কুসুমের মনে হয়েছে, " ভালোবাসা আমার অপেক্ষায় মিথ্যাবাদিনী, মিথ্যাচারিনী।" গল্পকার কোথাও হেমন্তর পিতার ক্রোধের কারণটি ব্যাখ্যা করেন নি। ফলে গল্পের মধ্যে একটা নাট্য কৌতূহল বজায় থেকেছে। গল্পের দ্বিতীয় পরিচ্ছেদে উদ্ভ্রান্ত হেমন্ত প্যারীশঙ্কর ঘোষালের কাছে উপস্থিত হলে গল্পের রহস্য উন্মোচিত হয়েছে।
তৃতীয় পরিচ্ছেদে জানা গেছে, প্যারিশঙ্করের জামাতা নবকান্ত স্ত্রীর গয়না চুরি করে বিলাত গিয়েছিল। সমাজপতি হিসাবে হেমন্তর বাবা নির্দেশ দিয়েছিল প্যারীশঙ্কর আর নবকান্ত কাছে মেয়েকে পাঠাতে পারবেন না। কিন্তু মেয়ের মুখ চেয়ে প্যারীশঙ্কর সমাজপতির এই নির্দেশ অমান্য করে মেয়েকে জামাতার কাছে পাঠিয়ে ছিল। হেমন্তর পিতা প্যারীশঙ্কর ভাইপোর বিবাহ ভেঙে দিয়েছিলেন।
কলেজে পড়ার সময় হেমন্ত কুসুমকে দেখে মুগ্ধ হয়েছিল এবং কুসুম অনাথ ও বাল্যবিধবা জেনেও তার এই দুর্বলতা কাটে নি। কুসুমের অভিভাবক প্যারীশঙ্কর হেমন্তর দূর্বলতাকে প্রশ্রয় দিয়েছিলেন এবং তাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। আসলে কুসুম ছিল কায়স্থ কন্যা। কুসুম এই মিথ্যাচারে সম্মত ছিল না। কিন্তু প্যারীশঙ্কর বুঝিয়েছিলেন সত্য প্রকাশিত হলে হেমন্তর প্রণয় আবেগ আহত হবে, সেই আঘাতে হেমন্তর মৃত্যুও হতে পারে। সেই কারণেই কুসুম হেমন্তর মুখ চেয়ে এই মিথ্যাচারে যোগ দিয়েছিল।
আসলে প্যারিশঙ্কর হেমন্তর বাবার জাতির অহংকারকে আঘাত করে তার জমে থাকা ক্রোধের উপশম ঘটাতে চেয়েছিলেন। এর কিছুদিন পরে হেমন্তর বোনের বিবাহ ঠিক হলে প্যারীশঙ্কর পাত্রপক্ষকে কুসুম এর আসল পরিচয় দিয়ে জাতি রক্ষার কর্তব্য সম্পন্ন করেছিলেন। কুসুমের জাতি পরিচয় পাবার পরে হেমন্তর বাবা হরিহর মুখুজ্জে কুসুমকে ত্যাগ করার আদেশ দেন এবং সেই আদেশেই গল্পটির সূচনা।
গল্পের শেষ অংশটি অত্যন্ত নাটকীয়। "সেদিন ছিল কৃষ্ণপক্ষের পঞ্চমী। অন্ধকার রাত্রি। শয়ন গৃহে দ্বীপ জ্বালা নাই। হেমন্ত বাতায়নের কাছে খাটের উপর বসিয়া অন্ধকারের দিকে চাহিয়া আছে। কুসুম ভূমিতলে দুই হাতে তাহার পা জড়াইয়া পায়ের উপর মুখ রাখিয়া পড়িয়া আছে। সময় যেন স্তম্ভিত সমুদ্রের মতো স্থির হয়ে আছে।"
গল্পকার চমৎকারভাবে সূচনা ও সমাপ্তি মধ্যে একটা সুচিন্তিত বৈপরীত্য গড়ে তুলেছেন। হেমন্তর পিতার আদেশ, " মেয়েটাকে ঘর হইতে দূর করিয়া দাও"। কুসুমও হেমন্তের পা চুম্বন করে উঠে দাঁড়িয়েছিল। আর তখনই অপ্রত্যাশিতভাবে হেমন্ত জানিয়েছিল, " আমি স্ত্রীকে ত্যাগ করিব না"। সমাজ সংস্কারের সঙ্গে প্রেমের দ্বন্দ্বে প্রেম এখানে জয়ী হয়েছে। যে সংকটের উপর গল্পটি দাঁড়িয়ে আছে তা প্যারিশঙ্কর এর সৃষ্টি। গল্পকার এই গল্পে নাট্যস্পর্ধা ও চমক সৃষ্টি করেছেন প্যারিশঙ্করের জবানবন্দির উপর ভিত্তি করে।
গল্পের গঠন বিচারে বলা যায়, ব্যক্তির সঙ্গে সমাজ শক্তির সংঘর্ষ এবং সমাজ সংস্কারের কুফল এখানে বর্ণিত হয়েছে। কিন্তু গল্পটির বিশেষত্ব এই যে, সমাজ শক্তির ব্যাপারটি গল্পের কোথাও প্রচারধর্মী হয়ে ওঠেনি, বরং গল্পের নাটকীয় ভঙ্গি নজর কাড়ে। সূচনা থেকেই গল্পটি পরিণাম-অভিমুখী হয়ে ওঠেনি। গল্পের মধ্যে ফ্লাশব্যাক বা অতীত-গতি ব্যবহার করা হয়েছে। তাতে গল্প গঠনের নাটকীয়তা বর্ধিত হয়েছে।
গল্পের সূচনা অংশে এবং পরবর্তী ঘটনাবলীতে অবশ্যই অপ্রত্যাশিত চমক আছে। হেমন্ত কুসুমের প্রতি প্রণয় উদ্বেল অথচ কুসুম অজানা কারণে আড়ষ্ট। গল্পকার এর কারণ প্রথমে জানিয়ে দেন নি। বরং এই রহস্যকে তুরুপের তাস এর মত ব্যবহার করেছেন। ফলে গল্পে একটা নাট্য উৎকন্ঠার সৃষ্টি হয়েছে। হেমন্তর পিতার ক্রুদ্ধ পদশব্দ সেই উৎকণ্ঠাকে বাড়িয়ে দিয়েছে। কিন্তু কারন না বলায় গল্পের টান বোঝায় থেকেছে।
গল্পের মধ্য অংশে গল্পকার অকারণ বিস্তারের আশ্রয় নেননি। হরিহর ও প্যারীশঙ্কর এর বৃত্তান্ত যথাসম্ভব সংক্ষিপ্ত ভাষায় বর্ণিত হয়েছে। ফলে গল্পের একমুখীনতা বা সংহতি কখনো বিচ্যুত হয় নি। সমাজপতিদের নির্দয় আচরণের সঙ্গে আমরা বহুপরিচিত বলেই গল্পকার এই অতি ব্যবহারমলিন বিষয়টিকে গুরুত্ব দিতে চাননি। সংস্কারের কুফল প্রদর্শন তার প্রতিপাদ্য ছিল না।
ছোটগল্পের মধ্যে থাকে একটি প্রতীকী সার্থকতা। সমাজের নিষ্ঠুরতা ও অমানবিকতা রবীন্দ্রনাথের ভাবনার কেন্দ্রে ছিল না। এই গল্পে তিনি দেখাতে চেয়েছিলেন যৌবন শক্তির নবীন জীবন চেতনা ও যথার্থ প্রেমের অমলিনতাকে। প্রেমে এই সর্ববিচার নিরপেক্ষ উজ্জ্বল মূর্তিটি উপস্থাপন করার জন্য গল্পের কেন্দ্রস্থলে ঘটনাক্রমকে সংক্ষেপে উপস্থাপিত করেছেন। গল্পের নাম 'ত্যাগ'।
হরিহর হেমন্তকে কুসুমকে ত্যাগ করতে বলেছেন। প্যারীশঙ্কর নির্দেশ দিয়েছেন নবকান্তকে ত্যাগ করার। প্যারিশঙ্কর সত্যকে ত্যাগ করেছেন। প্রতিশোধ স্পৃহায় বিধবা কায়স্থ কন্যাকে কুলীন কন্যা বলে চালিয়েছেন। তার আদেশে হেমন্ত কুসুমের বাহুবন্ধন ছিন্ন করে উঠে গেছে। এটিও এক ধরনের ত্যাগ। গল্পের শেষ মুহূর্তে নবযুবক হেমন্ত সমাজ সংস্কার ও পিতার অন্যায় আদেশকে ত্যাগ করেছে। পর্বে পর্বে ত্যাগ বর্ণিত হওয়ায় গল্পটির নামকরণ রসাত্মক হয়েছে।
গল্পকার এই গল্পে নাটকীয়তার বিপুল ব্যবহার ঘটিয়েছেন। এমন আবহ গড়ে তুলেছেন যে, আমাদের মনে প্রত্যাশা জাগে হেমন্ত কুসুমকে ত্যাগ করবে। এক্ষেত্রে নামকরণও এই প্রত্যাশাকে বাড়িয়ে তুলেছে। কিন্তু ঘটেছে সম্পূর্ণ বিপরীত ঘটনা।
এর শিল্পরূপের একটা বিশিষ্টতা হলো পাত্র-পাত্রী এখানে কম কথা বলেছে। হয়তো তিনি নীরবতাকে গভীরতর তাৎপর্যে ব্যাখ্যা করতে চেয়েছিলেন। অনেক সময় নীরবতা অন্তর্দ্বন্দ্বকে সূচিত করে। শিল্পী রবীন্দ্রনাথ গল্পটিকে বহুকথন থেকে মুক্ত করে দিয়েছেন একমুখী গতি। বৈপরীত্যের সুচিন্তিত ব্যবহারে গল্পের আদি-অন্ত এক শিল্পীত সমগ্রতায় সার্থকতা পেয়েছে।
এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?
এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। Bengali honours books, Bengali honours notes pdf, Bengali honours study material, Bengali study material pdf, Bengali honours syllabus, Bengali m a study material pdf টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।
WBBSE Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Suggestion Download, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion, bengali honours question paper 2020, bengali honours question paper, bengali honours syllabus calcutta university, bengali honours books, bengali honours syllabus burdwan university, bengali honours question paper, bengali honours 2nd semester syllabus, bengali honours syllabus cu bengali honours career, burdwan university bengali honours syllabus, calcutta university bengali honours syllabus 2021, skbu bengali honours syllabus, ssc bengali honours question paper,, cu bengali honours syllabus, b.a 1st year bengali honours syllabus, ba bengali honours syllabus, cbcs bengali honours syllabus, bankura university bengali honours syllabus, kalyani university bengali honours syllabus 2021.
AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion, Bengali Honours notes, .Bengali Honours syllabus, Bengali Honours news etc.
গল্পগুচ্ছের গল্প
রবীন্দ্রনাথের গল্পগুচ্ছের গল্প
রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প
রবীন্দ্রনাথ ঠাকুরের ত্যাগ গল্প
ত্যাগ গল্প রবীন্দ্রনাথ ঠাকুর
রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা গল্প
রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প
বাংলা ছোটগল্প
বাংলা প্রেমের গল্প
আধুনিক বাংলা গল্প
Bengali honours question paper 2020, Bengali honours question paper, Bengali honours syllabus Calcutta university, Bengali honours books, Bengali honours syllabus Burdwan university, Bengali honours question paper, Bengali honours 2nd-semester syllabus, Bengali honours syllabus cu Bengali honours career, Burdwan university Bengali honours syllabus, Calcutta university Bengali honours syllabus 2021, skbu Bengali honours syllabus, SSC Bengali honours question paper,, cu Bengali honours syllabus, b.a 1st-year Bengali honours syllabus, ba Bengali honours syllabus, cbcs Bengali honours syllabus, Bankura university Bengali honours syllabus, Kalyani university Bengali honours syllabus 2021, Rabindranath Tagore short stories pdf, Rabindranath Tagore short stories in Bengali, works of Rabindranath Tagore, Rabindranath Tagore Bengali story, Rabindranath Tagore Bengali story books pdf, Bengali love story, Bengali short story, Bengali story pdf, Bengali short story for a school project, Bengali honours books, Bengali honours notes pdf, Bengali honours study material, Bengali study material pdf, Bengali honours syllabus, Bengali m a study material pdf, galpoguccho, golpoguccho,
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.