Footer Logo

২০২১/০৫/০৬

Class 10 Bengali Proloyullas Kazi Nazrul Islam প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

  BAIRAGYA SHIKSHA NIKETAN       ২০২১/০৫/০৬

 Proloyullas Kazi Nazrul Islam Short Question Answer নজরুল ইসলামের প্রলয়োল্লাস কবিতার সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। 

Class 10 Bengali Proloyullas Kazi Nazrul Islam প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম
Class 10 Bengali Proloyullas Kazi Nazrul Islam প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম


কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি বাংলা কাব্য সাহিত্যের এক অতুলনীয় সম্পদ। এই কবিতায় ইংরেজ শক্তির বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ আন্দোলনের আহ্বান করেছিলেন কবি কাজী নজরুল ইসলাম। ভারতবর্ষের স্বাধীনতা আনতে হলে সকল ভারতবাসীকে ঐক্যবদ্ধভাবে ইংরেজের বিরুদ্ধে প্রত্যক্ষ সংগ্রাম করতে হবে। প্রলয়োল্লাস কবিতাটি ভারতের স্বাধীনতার স্বপ্ন উজ্জ্বল একটি কবিতা।


প্রলয়োল্লাস কবিতাটি দশম শ্রেণির সিলেবাস এর অন্তর্ভুক্ত আছে। যেসব ছাত্রছাত্রী দশম শ্রেণিতে পড়ছো এবং মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের পরীক্ষার প্রস্তুতি সহায়ক হিসেবে এই আর্টিকেলে প্রলয়োল্লাস কবিতা থেকে সমস্ত গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং উত্তর সম্পর্কে নিখুঁতভাবে আলোচনা করেছি। 


প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন: Class X Poem Proloyullas Short Question Answers: Class 10 Bengali Proloyullas Kazi Nazrul Islam


প্রশ্নের মান ১। Proloyullas kobita class 10 Nazrul Islam


1 প্রলয়োল্লাস কবিতাটির উৎস লেখ। 

কাজী নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতাটি তার অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। 


2 তোরা সব জয়ধ্বনি কর- কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? 

ভারতবর্ষ তখন ইংরেজের অধীনে ছিল। ইংরেজের শাসন থেকে মুক্তি পেতে হলে ভারতবাসীদের প্রত্যক্ষভাবে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করতে হবে। স্বাধীনতাকামী ভারতবাসীদের উদ্বুদ্ধ করার জন্য তিনি মহাকালের জয়ধ্বনি করতে বলেছেন। 


3 জয়ধ্বনি করতে হবে কেন? 

কবি নজরুল স্বপ্ন দেখেছেন ইংরেজের শাসন দূর হয়ে ভারতের স্বাধীনতা সূর্য উদিত হবে। স্বাধীনতার দিনকে আনতে হলে বিপ্লবের নামে জয়ধ্বনি করতে হবে এবং বিপ্লবে অংশ গ্রহণ করতে হবে। 


4 ওই নতুনের কেতন ওড়ে- নূতনের কেতন বলতে কী বুঝিয়েছেন? 

কাজী নজরুল ইসলাম নূতনের কেতন কথাটি দ্বারা স্বাধীনতার দিনটিকে বোঝাতে চেয়েছেন। ইংরেজের শাসনের কাল অবসান হবে এবং নতুন দিন অর্থাৎ স্বাধীনতা আসবে। 


5 কালবৈশাখীর ঝড়ে কী উড়ছে? 

কালবৈশাখীর ঝড়ে নূতনের কেতন অর্থাৎ স্বাধীনতার পতাকা উড়ছে। ইংরেজের পরাধীনতা থেকে মুক্তি পাবার জন্য ভারতবর্ষে মহাসংগ্রাম শুরু হয়েছিল। তেরে সেই স্বাধীনতা যুদ্ধকে কালবৈশাখীর ঝড় বলে উল্লেখ করেছেন নজরুল। 


6 আসছে এবার অনাগত- কাকে অনাগত বলা হয়েছে? 

ইতিপূর্বে যার আগমন হয়নি তাকে অনাগত বলা হয়। ভারতবর্ষের পরাধীনতার দিন দূর হয়ে স্বাধীনতার দিন আসছে। আগামীর সম্ভাবনাময় স্বাধীনতার দিনকে অনাগত বলা হয়েছে। 


7 প্রলয় নেশার নৃত্য-পাগল- কাকে বলা হয়েছে? 

মহাকালকে প্রলয় নেশার নৃত্য-পাগল বলা হয়েছে। তিনি প্রলয় ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করবেন। 


8 সিন্ধুপারের সিংহদ্বারে- বলতে কী বোঝো? 

সিন্ধুপারের সিংহদ্বার হল ব্রিটেন। মহাকালের আগমনে এবং মহাকালের ধমকে ব্রিটেন বা ইংল্যান্ডের আগল ভেঙে পড়েছে। 


9 মহাকাল কী? 

রুদ্ররূপী শিবের আরেকটি নাম হল মহাকাল। 


10 মৃত্যু গহন অন্ধকূপ বলতে কী বোঝো? 

নজরুল ইসলাম পরাধীন ভারতবর্ষকে মৃত্যু গহন অন্ধকূপ বলে উল্লেখ করেছেন। 


Class 10 Proloyullas question answer:

11 বজ্রশিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর- ভয়ঙ্কর কে? বজ্রশিখার মশাল জ্বেলে আসছেন কেন?

নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় মহাকালকে বা বিপ্লবের অগ্নিমন্ত্রে দীক্ষিত স্বাধীনতাকামী বিপ্লবীদের ভয়ঙ্কর বলে উল্লেখ করেছেন। মহাকাল বজ্রশিখার মশাল জ্বেলে ভারতের পরাধীনতার রূপ অন্ধকার দূর করবেন। 


12 হাসছে ভয়ঙ্কর- ভয়ঙ্কর হাসছে কেন? 

ভয়ঙ্কর শব্দটি এই কবিতায় রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। ভারতের স্বাধীনতা সংগ্রামীরা বা রুদ্র শিবকে ভয়ঙ্কর বলা হয়েছে। ইংরেজের অত্যাচার ও অপশাসন থেকে ভারতবর্ষকে মুক্ত করবেন বলে ভয়ঙ্কর রুদ্ররূপী মহাকাল হাসছেন। 


13 প্রলয়োল্লাস কবিতায় জয়ধ্বনি করার কথা আছে কতবার? 

১৯ বার। 


14 ধুমকেতু কী করছে? 

ধুমকেতু চামর দুলিয়ে মহাকালের আগমনকে স্বাগত জানাচ্ছে। 


15 কৃপাণ শব্দের অর্থ কী? 

কৃপাণ হল মহাকালের যুদ্ধাস্ত্র। 


See more on Youtube video 1: 


16 অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর - চরাচর স্তব্ধ কেন? 

ভারতবর্ষকে ইংরেজের শাসন থেকে মুক্ত করার জন্য কাল আসছেন। তিনি যুদ্ধ করতে আসছেন। তাঁর মুখ থেকে প্রচন্ড শব্দ নির্গত হচ্ছে। সেই হট্টগোলে চরাচর বা পৃথিবী ভয়ে স্তব্ধ হয়ে আছে। 


17 দ্বাদশ রবির বহ্নিজ্বালা- বলতে কী বোঝো? 

ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মহাকাল যুদ্ধের বেশ ধরে পৃথিবীতে আসছেন। তার দৃষ্টিতে যেন বারোটি সূর্যের তেজ প্রকাশ পাচ্ছে। ইংরেজের অত্যাচারে তিনি অত্যন্ত ক্রুদ্ধ হয়েছেন। তার চোখ থেকে তাই ক্রোধ প্রকাশ পাচ্ছে। 


18 সপ্ত মহাসিন্ধু কোথায় দুলছে? 

ভারতবর্ষ ইংরেজের অত্যাচারে ম্রিয়মাণ। ভারতবাসীর অত্যাচারে মহাকাল ব্যথিত হয়েছেন। তাই তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ছে।  মহাকালের ব্যথার পরিমাণ বোঝাতে কবি নজরুল বলেছেন তার চোখের এক ফোটা অশ্রু যেন সাত সাগরের জলের থেকেও বেশি। 


19 মাভৈঃ শব্দের অর্থ কী? 

মাভৈঃ শব্দের অর্থ ভয় কর না। 


20 জগৎ জুড়ে প্রলয় কেন ঘনিয়ে আসছে? 

যা-কিছু জীর্ণ তাকে ধ্বংস করার জন্য এবং মুমূর্ষু মানুষকে নবজীবন দান করার জন্য জগৎজুড়ে প্রলয় ঘনিয়ে আসছে। 


21 এবার মহানিশার শেষে- কী ঘটবে? 

ভারতবর্ষের পরাধীনতার কালকে নজরুল ইসলাম মহানিশা বলে উল্লেখ করেছেন। তিনি স্বপ্ন দেখেছেন মহানিশা বা পরাধীনতা দূর হয়ে স্বাধীনতার সূর্য উদিত হবে। 


22 ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় কর -দিগম্বর। 

দিক অম্বর যার, বহুব্রীহি সমাস। 


23 মহাকালের সারথি কী করছে? 

মহাকালের সারথি রথের ঘোড়াকে রক্ত তড়িৎ চাবুক দিয়ে আঘাত করছে যাতে মহাকালের আগমনের বিলম্ব না ঘটে। 


24 রণিয়ে ওঠে হ্রেষার কাঁদন- এ কথা বলেছেন কেন?

নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতা থেকে প্রশ্নে উদ্ধৃত লাইনটি নেওয়া হয়েছে। তিনি বলেছেন মহাকাল রথে চড়ে আসছেন। মহাকালের সারথি ঘোড়াকে বারবার আঘাত করছেন। এই কথার মধ্য দিয়ে কবি বোঝাতে চেয়েছেন ভারতবাসী বিপ্লবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং বিপ্লবীদের প্রচন্ড উত্থানে ভারতবর্ষের স্বাধীনতা আসতে চলেছে। 


25 এই তো রে তার আসার সময়- কার আসার সময় এর কথা বলা হয়েছে? 

নজরুল ইসলামের লেখা প্রলয়োল্লাস কবিতায় প্রলয়ংকারী মহাদেবের আসার কথা বলা হয়েছে। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য মহাদেব প্রলয় ঘটাতে আসছেন অর্থাৎ ভারতের স্বাধীনতা আন্দোলন সফল হতে চলেছে। 


26 প্রলয় নূতন সৃজন বেদন- কথার অর্থ কী? 

শিশুকে জন্মদানের আগে মা প্রচন্ড বেদনা অনুভব করেন। নতুন কিছু সৃষ্টি করার পূর্বে বেদনা অনিবার্য। তেমনিভাবে ভারতবর্ষে নতুন দিন আসতে চলেছে। তাই শুভ সন্ধিক্ষণে কিছু বেদনা ভারতবাসীকে অনুভব করতে হবে। 


27 জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন- কথার অর্থ কী? 

জীবনহারা অসুন্দর হলো পরাধীনতা। এই পরাধীনতাকে ছেদন করতে মহাকালের আবির্ভাব ঘটছে। 


28 চিরসুন্দর কে? 

নজরুল ইসলাম প্রলয়োল্লাস কবিতায় মহাকালকে বা বিপ্লবকে চিরসুন্দর বলেছেন। বিপ্লবের অভিঘাতে অসুন্দর দূর হয়ে স্বাধীনতা আসবে। ভাঙ্গা এবং গড়া মহাকালের চিরন্তন খেলা। 


29 বধূরা প্রদীপ তুলে ধরবে কেন? 

ভারতের স্বাধীনতা আন্দোলনে নজরুল ইসলাম নারীদের অংশগ্রহণ কামনা করেছেন। শুধুমাত্র পুরুষরা বিপ্লবকে সার্থক করতে পারবে না। তাই নারীদেরকে এই বিপ্লবে অংশ নিয়ে মহাকালকে স্বাগত জানাতে হবে। 


See more on Youtube video 2: 


এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?

এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।

মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Proloyullas kobitar namkaron sarthokota bichar koro

মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Class 10 Proloyullas question answer

WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- Proloyullas kobita class 10 Nazrul Islam

WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- Proloyullas Kazi Nazrul Islam question answer

WBBSE Class X Bengali Suggestion- Class 10 Bengali Proloyullas Kazi Nazrul Islam

WBBSE Class X Bengali Suggestion- প্রলয়োল্লাস

WBBSE Class 10th Bengali Question - Answer - proloyullas

WBBSE Class 10th Bengali Question - Answer - wbbse proloyullas poem

WBBSE Class 10th Bengali Suggestion - 2022 madhyamik suggestion bengali poem

WBBSE Class 10th Bengali Suggestion - proloyullas poem Madhyamik 2022

WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion - madhyamik proloyullas poem

WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion - proloyullas KOBITA DETAILS

WBBSE Class 10th WBBSE Madhyamik Bengali Suggestion - madhyamik bengali poem proloyullas

দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- bangla poem proloyullas

WBBSE Class 10th WBBSE Madhyamik Bengali Suggestion - proloyullas Kobita 2022

দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- wbbse poem proloyullas

WBBSE Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Suggestion Download, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion.

AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers,Madhyamik Bengali Suggestion.


logoblog

Thanks for reading Class 10 Bengali Proloyullas Kazi Nazrul Islam প্রলয়োল্লাস কাজী নজরুল ইসলাম সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন

Previous
« Prev Post

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam links in the comment box.