হারিয়ে কালি কলম ছোট প্রশ্ন শ্রীপান্থ Class 10 Bengali Hariye Jaoa Kali Kalam by Shripanth Question Answer
হারিয়ে যাওয়া কালি কলম বাংলা সাহিত্যে একটি সুবিখ্যাত প্রবন্ধ। হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি রচনা করেছেন শ্রীপান্থ। প্রাবন্ধিক শ্রীপান্থের প্রকৃত নাম নিখিল সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধটি দশম শ্রেণির পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়েছে। এখানে হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধ থেকে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি আলোচনা করা হয়েছে।
![]() |
Class 10 Bengali Hariye Jaoa Kali Kalam by Shripanth |
হারিয়ে যাওয়া কালিকলম বিষয়বস্তু:
হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে নিখিল সরকার প্রাচীনকালে লেখালেখির পরিচয় দিয়েছেন। প্রাচীনকালে কীভাবে কলম তৈরি করা হত, কীভাবে কালি তৈরি করা হত সেই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপন করেছেন নিখিল সরকার। একই সঙ্গে এখন কম্পিউটারের বহুল ব্যবহারে কলম বিলুপ্ত হতে বসেছে। কালি কলমের ব্যবহার আর নেই। এই বিষয়ে লেখকের মনখারাপ হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে প্রকাশ পেয়েছে।
Hariye Jawa Kali Kalam/ Kalom is a great Bengali essay written by Shripanth. The real name of Shripanth is Nikhil Sarkar. The essay Hariye Jawa Kali Kalam is included in the WBBSE Class 10 / Madhyammik syllabus. Class 10th or Madhyamik students have to write answers from Hariye Jawa Kali Kalam in their Madhyamik examination. I have discussed short answer type questions with answers here.
হারিয়ে যাওয়া কালি কলম ছোট প্রশ্ন
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন : প্রশ্নের মান - 1
1 কথায় বলে - কথায় কী বলে?
কথায় বলে - কালি কলম মন লেখে তিনজন।
2 শ্রীপান্থ যেখানে কাজ করেন সেটা কী?
প্রাবন্ধিক শ্রীপান্থ যেখানে কাজ করেন সেটা লেখালেখির অফিস।
3 প্রাবন্ধিক শ্রীপান্থ কীসে লিখে সুখ পান না?
শ্রীপান্থ গলা শুকনো ভোঁতা মুখ কলমে লিখে সুখ পান না।
4 লেখক এর কারখানা কী
লেখালেখির অফিসকে বা ছাপাখানাকে লেখকের কারখানা বলেছেন।
5 কাচের স্ক্রিন বা পর্দা কী?
স্ক্রিন বা পর্দা হলো কম্পিউটারের মনিটর।
6 বাংলায় একটা কথা চালু ছিল - কোন কথা চালু ছিল?
বাংলায় একটা কথা চালু ছিল, ' কালি নেই, কলম নেই, বলে আমি মুনশি'।
7 কালগুনে বুঝিবা আজ আমরাও তাই - কেন এ কথা বলেছেন?
টাইপরাইটার এবং কম্পিউটার কলমের স্থান দখল করে নিয়েছে। এখন কেউ কলমে লেখে না। কিন্তু লেখালেখির অফিসে সবাই লেখক। তাই প্রাবন্ধিক শ্রীপান্থ প্রশ্নোদ্ধৃত কথাটি বলেছেন।
8 কলম তৈরি করা হতো কী দিয়ে?
আগে কলম তৈরি করা হতো রোগা বাঁশের কঞ্চি কেটে।
9 বড়োরা কী শিখিয়ে দিয়েছিলেন?
বড়োরা শিখিয়ে দিয়েছিলেন বাঁশের কঞ্চির কলম এর মুখটি চিরে দিতে হবে। তাহলে কালি চুঁইয়ে চুঁইয়ে পড়বে এবং লেখা ভালো হবে।
10 সেকালে কীসের উপরে লেখালেখি করা হতো?
সেকালে লেখালেখি করা হতো কলাপাতার উপরে।
11 প্রাবন্ধিক শ্রীপান্থ কীসের উপরে হোমটাস্ক করতেন?
কলাপাতার উপরে।
12 মাস্টারমশাই হোমটাস্ক দেখে কী করতেন?
মাস্টারমশাই কলাপাতার উপরে লেখা হোমটাস্ক দেখার পরে কলাপাতাটি একটানে ছিঁড়ে ফেলতেন।
13 হোমটাস্ক এর কলাপাতা কোথায় ফেলা হতো?
হোমটাস্ক এর কলাপাতা পুকুরের জলে ফেলা হতো।
14 গোরু কলাপাতা খেয়ে নিলে কি হত?
গরু হোমটাস্ক এর কলাপাতা খেয়ে নিলে অমঙ্গল হত। তাই সেইকালে পড়ুয়ারা হোমটাস্ক এর কলাপাতা পুকুরের জলে ফেলে দিয়ে আসত।
15 গোরুকে অক্ষর খাওয়ালে কী হয়?
পাপ হয়।
16 অক্ষরজ্ঞানহীনকে লোকে কী বলে?
অক্ষরজ্ঞানহীনকে লোকে বলে, ওর কাছে ক অক্ষর গোমাংস।
17 প্রাচীনেরা বলতেন - প্রাচীনরা কী বলতেন?
প্রাচীনেরা বলতেন, তিল ত্রিফলা শিমুল ছালা/ ছাগদুগ্ধে করি মেলা/ লৌহ পাত্রে লোহায় ঘসি/ ছিড়ে পত্র না ছাড়ে মসি।
18 ভালো কালি তৈরি করার ব্যবস্থা কী ছিল?
প্রাচীনকালে ভালো কালি তৈরি করতে হলে তিল, ত্রিফলা, শিমুল ছালা, ছাগলের দুধ একত্র করে লোহার পাত্রে ঘষতে হতো। এর ফলে যে কালি তৈরি হতো তা অত্যন্ত উৎকৃষ্টমানের।
19 কালি তৈরির সহজ পদ্ধতি কী ছিল?
সেকালে বাড়িতে রান্না হত কাঠের উনুনে। এর ফলে কড়াইয়ের তলায় বেশ কালি জমত। লাউ পাতা দিয়ে সেই কালি ঘষে তুলে একটা পাথরের বাটিতে রাখতে হতো। এরপরে তা জল দিয়ে গুলে নিতে হতো। কেউ কেউ সেই জলে হরিতকী ঘষত। আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেঁটে জলে মিশাতে হতো। এরপর খুন্তি গরম করে সেই জলে ছ্যাকা দেওয়া হতো।
20 তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি - প্রথম লেখালেখি কিসের সাহায্যে করেছিলেন প্রাবন্ধিক?
প্রাবন্ধিক শ্রীপান্থ বলেছেন বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালী আর কলাপাতা নিয়ে তাদের প্রথম লেখালেখি করতে হয়েছিল।
21 আমি শ্রীপান্থ ভারতে জন্ম না হয়ে প্রাচীন মিশরে জন্ম হলে কি হতো?
শ্রীপান্থ বলেছেন তিনি ভারতবর্ষে জন্ম গ্রহণ না করে প্রাচীন মিশরের জন্মালে নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতেন এবং সেটিকে ভোঁতা করে তুলি বানিয়ে লেখালেখি করতেন।
22 শ্রীপান্থ ফিনিসীয়ান হলে কী করতেন?
প্রাবন্ধিক শ্রীপান্থ ফিনিসীয়ান হলে বনপ্রান্ত থেকে একটা হাড় কুড়িয়ে নিতেন এবং তা দিয়ে কলম বানাতেন।
23 শ্রীপান্থ রোম সাম্রাজ্যের অধীশ্বর হলে কী করতেন?
প্রাবন্ধিক শ্রীপান্থ যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর জুলিয়াস সিজার হতেন তাহলে তার কারিগরেরা তার জন্য ব্রোঞ্জের শলাকা বানিয়ে দিতেন। তিনি সেই ব্রোঞ্জের শলাকা বা স্টাইলাস দিয়ে লেখালেখি করতেন।
24 চিনারা কীসের সাহায্যে লেখালেখি করে?
চিনারা তুলিতে লেখালেখি করে।
25 জ্ঞানাঞ্জন শলাকা কাকে বলা হয়?
কলমকে জ্ঞানাঞ্জন শলাকা বলা হয়।
26 এখন কাদের তহবিলে রকমারি কলম দেখা যায়?
এখন স্কুলের ছেলেমেয়েদের তহবিলে রকমারি কলম দেখা যায়।
27 খাগের কলম কখন দেখা যায়?
এখন খাগের কলম দেখা যায় সরস্বতী পুজোর সময়।
28 লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের সম্পর্কে কী বলেছিলেন?
লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের সম্পর্কে বলতেন 'বাবু কুইল ড্রাইভারস'।
29 এখন পালকের কলম কোথায় দেখা যায়?
এখন পালকের কলম দেখা যায় পুরানো দিনের তৈলচিত্র বা ফটোগ্রাফে।
30 উইলিয়াম জোন্স বা কেরী সাহেবের মুন্সী ছবিতে কী দেখা যায়?
উইলিয়াম জোন্স বা কেরী সাহেবের মুন্সী ছবিতে দেখা যায় তাদের সামনে দোয়াতে গোঁজা আছে পালকের কলম।
31 পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা কী যন্ত্র আবিষ্কার করেছিলেন?
পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা পেন্সিল সার্পনার মত যন্ত্র আবিষ্কার করেছিলেন। তাতে ব্লেড লাগানো ছিল। পালক ঢুকিয়ে চাপ দিলেই কলম তৈরি হয়ে যেত।
32 কিন্তু সে সব ফাঁকি মাত্র - কোন ঘটনাকে ফাঁকি বলা হয়েছে?
এখন কোন কোন অফিসে দেখা যায় টেবিলের উপরে সাজানো রয়েছে দোয়াত কলম। কিন্তু সেই দোয়াত-কলম সত্য নয় সেসব ফাঁকি।
33 শস্তার চূড়ান্ত - কোন বস্তু শস্তা হয়ে গেছে?
বর্তমানে কলম এর মূল্য অত্যন্ত কমে গেছে। এখন প্রত্যেকের পকেটে কলম, এমনকি মহিলারা তাদের চুলের খোপায় কলম ব্যবহার করছেন।
34 দার্শনিক কাকে বলে?
যিনি কানে কলম গুঁজে দুনিয়া খোঁজেন তাকে দার্শনিক বলে।
35 দারোগাবাবুর কলম কোথায় ছিল?
দারোগাবাবু তার পায়ের মোজায় কলম গুঁজে রেখেছিলেন।
36 আধুনিক ছেলেরা কোথায় কলম রাখে?
কোনো কোনো অতি আধুনিক ছেলে কাঁধের পকেটে কলম গুঁজে রাখে।
37 এক সময় বলা হত - কী বলা হত?
একসময় বলা হতো, কলমে কায়স্থ চিনি গোফেতে রাজপুত।
38 কলম তাদের কাছে অস্পৃশ্য?
কলমের দাম অত্যন্ত কমে যাওয়ায় এখন কলম পকেটমারদের কাছে অস্পৃশ্য।
39 কলমের দুনিয়ায় সত্যিকারের বিপ্লব কখন ঘটে?
ফাউন্টেন পেন আবিষ্কার এর পরে।
40 ফাউন্টেন পেনের বাংলা নাম কে দিয়েছিলেন?
রবীন্দ্রনাথ ঠাকুর ফাউন্টেন পেনের বাংলা নামকরণ করেছিলেন ঝরনা কলম।
41 ফাউন্টেন পেন কে আবিষ্কার করেছিলেন?
লুইস অ্যাডসন ওয়াটারম্যান।
42 প্রাবন্ধিক শ্রীপান্থ প্রথম ফাউন্টেনপেন কিনতে কোথায় গিয়েছিলেন?
কলেজ স্ট্রিটের একটা নামী দোকানে।
43 দোকানদার কোন কোন কোম্পানির ফাউন্টেন পেনের নাম বলেছিলেন?
পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট।
44 জাপানি ফাউন্টেন পেনের নাম কী?
পাইলট।
45 প্রাবন্ধিক কোন ফাউন্টেন পেন কিনেছিলেন?
পাইলট।
46 ফাউন্টেন পেনের এক বিপদ - কোন বিপদের কথা বলেছেন?
ফাউন্টেন পেন লেখককে নেশাগ্রস্ত করে।
47 শৈলজানন্দ মুখোপাধ্যায় এর কতগুলি ফাউন্টেনপেন ছিল?
ডজন দুয়েক বা চব্বিশটি।
48 শৈলজানন্দ মুখোপাধ্যায় কার কাছ থেকে ফাউন্টেন পেনের নেশা পেয়েছিলেন?
শরৎচন্দ্রের কাছ থেকে।
49 ফাউন্টেন পেনের কী নাম ছিল?
আদিতে ফাউন্টেন পেনের নাম ছিল রিজার্ভার পেন।
50 সেকালে কালির কী কী নাম ছিল?
কাজল কালি, সুলেখা ইত্যাদি।
51 উন্নত ফাউন্টেন পেনের নিব কী দিয়ে তৈরি হতো?
গরুর শিং বা কচ্ছপের খোল কেটে তৈরি হতো।
52 কালি শুকানো হতো কী দিয়ে?
ব্লটিং পেপার দিয়ে।
53 দোয়াত কত রকমের হতো?
কাচের, কাট-গ্লাসের, পোর্সেলিনের, শ্বেতপাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার সিংএর, এমনকি সোনার দোয়াত পাওয়া যেত।
54 বুড়ো-বুড়িরা প্রাচীনকালে কী আশীর্বাদ করতেন?
প্রাচীনকালে কোন ছাত্র পরীক্ষায় পাস করলে বুড়ো-বুড়িরা আশীর্বাদ করতেন তার যাতে সোনার দোয়াত কলম হয়।
55 প্রাবন্ধিক সোনার দোয়াত কার কাছে দেখেছিলেন?
সুভো ঠাকুরের কাছে।
56 সেকালে একটি কলমের দাম কত টাকা ধার্য করা হয়েছিল?
আড়াই হাজার পাউন্ড ( 75 টাকায় 1 পাউন্ড হয়)।
57 আজ সবই অবলুপ্তির পথে - কোন কোন বস্তু অবলুপ্তির পথে?
বাঁশের কঞ্চির কলম, কালি, দোয়াত-কলম, পালকের কলম, ফাউন্টেনপেন সবই আজ অবলুপ্তির পথে।
58 ক্যালিগ্রাফিস্ট শব্দের অর্থ কি?
লিপি কুশলী।
59 অষ্টাদশ শতকে চার খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক কত টাকা পেয়েছিলেন?
নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই পেয়েছিলেন।
60 উনিশ শতকে 12 আনায় কত অক্ষর লেখানো যেত?
বত্রিশ হাজার অক্ষর লেখানো যেত।
61 টাইপ রাইটারে কে লেখালেখি করেছিলেন?
অন্নদাশঙ্কর রায়।
63 শেষপর্যন্ত নিবের কলম এর মান মর্যাদা কে বাঁচিয়ে রেখেছিলেন?
সত্যজিৎ রায়।
64 রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্র শিল্পের সূচনা কোথায় হয়েছিল?
পান্ডুলিপি খাতায়।
65 প্রাবন্ধিক শ্রীপান্থ কীসের ভক্ত?
কালি খেকো কলমের ভক্ত।
66 ফরাসি কবি কী বলেছিলেন?
ফরাসি কবি বলেছিলেন, তুমি সবল, আমি দুর্বল। তুমি সাহসী, আমি ভীরু । তবু যদি আমাকে হত্যা করতে চাও, আচ্ছা, তবে তাই হোক । ধরে নাও আমি মৃত।
67 কঙ্কাবতী, ডমরুধর উপন্যাসগুলি কে লিখেছিলেন?
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়।
68 ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় এর মৃত্যু কিভাবে হয়েছিল?
ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় অসাবধানতাবশত বুকে কলম গেঁথে মৃত্যুবরণ করেছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.