Madhyamik Class 10 Bengali Poem Aay Aro Bedhe Bedhe Thaki by Sankha Ghosh Question Answer
![]() |
Madhyamik Class 10 Bengali poem Aay Aro Bedhe Bedhe Thaki by Sankha Ghosh Question Answer |
আয় আরো বেঁধে বেঁধে থাকি :শঙ্খ ঘোষ Class 10 Bangla Kobita Aay Aro Bedhe Bedhe Thaki
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন ( Class 10 Bengali Poem Aay Aro Bedhe Bedhe Thaki by Sankha Ghosh )
প্রশ্নের মান 1 ( Class 10 Bengali Poem Aay Aro Bedhe Bedhe Thaki by Sankha Ghosh )
1 আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে?
শঙ্খ ঘোষের লেখা আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতাটি জলই পাষাণ হয়ে আছে কাব্য থেকে নেওয়া হয়েছে।
2 আমাদের ডান পাশে ধ্বস - ধ্বস কথার অর্থ কী?
3 শব্দটি এসেছে ধ্বংস থেকে। বর্তমান সময়ে পৃথিবীর বিপন্ন। মানুষ জীবনের অস্তিত্বহীনতা নিয়ে চিন্তিত। অসুরক্ষিত জীবনের ছবিটিকে ফুটিয়ে তুলেছে ধ্বস শব্দটি। পাহাড়ে ধ্বস নামে বেঁচে থাকা যায় না, তেমনি ভাবে সমাজের ধ্বসে চাপা পড়ে যাবে সাধারণ মানুষ।
3 আমাদের বাঁয়ে গিরিখাদ - গিরিখাদ কথার অর্থ কী?
গিরিখাদ কথার অর্থ হল পাহাড়ের খাদ। সাধারণ মানুষ এতটাই অসুরক্ষিত যে, যদি বাম দিকে বিন্দুমাত্র সরে যায় গিরিখাদে পড়ে তার মৃত্যু হবে। মানুষের জীবনের মূল্যহীনতা পূজাতে গিরিখাদ শব্দটি ব্যবহার করা হয়েছে।
4 আমাদের মাথায় বোমারু - বোমারু কী?
বোমারু হল যুদ্ধবিমান। পৃথিবীজুড়ে সাম্রাজ্যবাদী শাসকরা যুদ্ধ বিমান থেকে বোমা বর্ষণ করে সাধারণ মানুষকে হত্যা করছে। তাই সাধারণ মানুষের বেঁচে থাকার উপায় নেই। সমাজ ও জীবনের এই ট্রাজেডি প্রকাশ পেয়েছে বোমারুর শব্দটির মাধ্যমে।
5 পায়ে পায়ে হিমানীর বাঁধ - হিমানীর বাঁধ কথার অর্থ কী?
হিমানীর বাঁধ হলো মৃত্যুর প্রতীক। মানুষ এতটা অসহায় যে তার পায়ের নিচের মাটি শক্ত নয়। পায়ে হিমানীর বাঁধ জড়িয়ে আছে। অর্থাৎ মৃত্যু মানুষকে আলিঙ্গন করার জন্য অপেক্ষা করে রয়েছে।
6 আমাদের পথ নেই কোনো - কাদের পথ নেই এবং কেন নেই?
সাধারণ মানুষের বেঁচে থাকার কোনো পথ নেই। কারণ মানুষের ডানদিকে ধ্বস, বামদিকে গিরিখাদ, আকাশ থেকে বোমারু বোমা বর্ষণ করছে, পায়ের নিচে হিমানীর বাঁধ। তাই বেঁচে থাকার সব পথ বন্ধ।
7 আমাদের ঘর গেছে উড়ে - কাদের ঘর উড়ে গেছে?
সাধারণ মানুষের ঘর উড়ে গেছে। সাধারণ মানুষের জীবনে এখন আর সুরক্ষিত নয়। এই পৃথিবীর সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে না। ঘরের মধ্যে মানুষ সুখে ও শান্তিতে থাকে। কিন্তু এখন মানুষ অকারনে মৃত্যুর অপেক্ষায় প্রহর গুনছে। জীবনের এই মূল্যহীনতার কথা প্রকাশ পেয়েছে "ঘর উড়ে গেছে" এই কথার মধ্য দিয়ে।
8 আমাদের শিশুদের শব - একথা কেন বলা হয়েছে?
কবি শঙ্খ আয় আরো বেঁধে বেঁধে থাকি কবিতায় বিশ্বজুড়ে হিংসার যে উৎসব চলছে তা কবিতার আকারে লিপিবদ্ধ করেছেন। তিনি পৃথিবীর সকল মানুষকে আপন বলে মনে করেন। পৃথিবীতে যে সমস্ত মানুষের মৃত্যু হচ্ছে সাম্রাজ্যবাদী শক্তির গুলিতে বা হিংসার কারণে, কবি শঙ্খ ঘোষ নিজেকে সকলের অভিভাবক হিসেবে উপস্থাপন করে বলেছেন আমাদের শিশুদের শব। আমাদের এই সর্বনাম পদ দ্বারা পৃথিবীর সকল মানুষের সঙ্গে কবি তাঁর একাত্মতা প্রকাশ করেছেন।
9 ছড়ানো রয়েছে কাছে দূরে - কী ছড়ানো আছে?
পৃথিবীজুড়ে অসহায় সাধারণ মানুষের মৃতদেহ ছড়ানো আছে। সাম্প্রদায়িকতা স্বার্থপরতা ও হিংসার কারণে পৃথিবী জুড়ে মানুষের মৃতদেহ ছড়িয়ে আছে।
10 আমরাও তবে এইভাবে এ-মুহূর্তে মরে যাব নাকি? - কবি কেন এ কথা বলেছেন?
শঙ্খ ঘোষ পৃথিবীজুড়ে হিংসার তান্ডব দেখে ক্লান্ত হয়ে পড়েছেন। তিনি পৃথিবীর সকল মানুষকে নিজের সন্তানসম বলে মনে করেন। সন্তানের মৃত্যু দেখে ব্যথিত পিতার মতোই তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। যে জীবনে বেঁচে থাকার কোন মূল্য নেই, সন্তানের জীবনের কোন মূল্য নেই, পিতা হয়ে সন্তানের মৃত্যুর দৃশ্য দেখতে হয়, সেই সমাজে জীবনে কোনো নিশ্চয়তা নেই। তাই কবি বলেছেন এই মুহূর্তে তিনি মরে যাবেন কিনা।
11 আমাদের পথ নেই আর - কাদের, কেন পথ নেই?
সাধারণ মানুষের কোন পথ নেই। এ হলো বেঁচে থাকার পথ। বর্তমান সময়ে মানুষের মৃত্যু ও হত্যা অতি স্বাভাবিক ঘটনা। বেঁচে থাকার সহজ উপায় আজ বন্ধ হয়ে গেছে। প্রতি মুহূর্তে মৃত্যুর হাতছানি। তাই কবি বলেছেন আমাদের পথ নেই আর।
12 বেঁধে বেঁধে থাকার অর্থ কী?
কবি শঙ্খ ঘোষ বেঁধে বেঁধে থাকা বলতে বুঝিয়েছেন, মানুষ মানুষকে ভালোবেসে পরস্পরের কাছাকাছি বেঁচে থাকবে, ভালোবাসাকে অঙ্গীকার করে মানুষ নতুন ভাবে বাঁচতে শিখতে, পৃথিবীতে ভালবাসার সুন্দর ফুল ফুটবে।
13 আমাদের ইতিহাস নেই কেন?
আমরা হলাম সাধারন মানুষ। ইতিহাসে শুধু শাসকের কথা এবং শাসকের গুণগান লেখা থাকে। ইতিহাস নিয়ন্ত্রিত হয় শাসকদের দ্বারা। সাধারণ মানুষ ইতিহাসে ব্রাত্য থাকে।
14 অথবা এমনই ইতিহাস - কেমন ইতিহাস?
ইতিহাসে শাসকের জয়গান সগর্বে ঘোষিত হয়। সাধারণ মানুষের জীবনের যন্ত্রণা ও দুঃখের কথা ইতিহাসে থাকে না। ইতিহাস কাহিনীতে আমাদের চোখ মুখ ঢাকা থাকে।
15 আমরা বারোমাস ভিখারি কেন?
আমরা- এই সর্বনাম পদটির দ্বারা কবি সাধারণ মানুষের কথা বুঝিয়েছেন। আমাদের ইতিহাস নেই, আমাদের চোখ মুখ ঢাকা। আমাদের জীবনের মূল্য নেই। আমরা সাম্রাজ্যবাদী, ধনী শাসকের কাছে ভিখারি ছাড়া আর কিছু নই।
Learn more on YouTube:16 পৃথিবী হয়তো বেঁচে আছে - হয়তো কথাটি কেন ব্যবহার করা হয়েছে?
হয়তো - হল একটি সংশয়বোধক অব্যয় পদ। পৃথিবীতে সর্বত্র মৃতদেহ ছড়িয়ে আছে। হিংসায় পুড়ে যাচ্ছে পৃথিবী। জীবনের কোনো মূল্য নেই। মৃত্যু থাবা উঁচিয়ে পৃথিবীকে গ্রাস করতে উদ্যত। তাই কবি 'হয়তো' শব্দটি ব্যবহার করেছেন।
17 আমরা ফিরছি দোরে দোরে - আমরা দোরে দোরে ফিরেছি কেন?
আমরা হলাম সাধারন মানুষ। শাসকশ্রেণীর কাছে সাধারণ মানুষের কোন মূল্য নেই। আমাদের কোনো ইতিহাস নেই। আমাদের চোখ মুখ ঢাকা। জীবনের প্রতিটি ক্ষেত্রে ভিক্ষাবৃত্তি করতে হয় আমাদের। আমরা দুয়ারে দুয়ারে ফিরেছি।
18 তবু তো কজন আছে বাকি - এই কথা কেন বলেছেন?
বিশ্বজুড়ে সন্ত্রাসের আবহে আমাদের শিশুরা মৃতদেহ হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে পড়ে আছে। কোথাও আশ্বাস নেই, বেঁচে থাকার উপায় নেই। কিন্তু তাই বলে হতাশার অন্ধকারে হারিয়ে গেলে চলবেনা। নতুন সমাজ ও দেশ গঠন করতে হলে, পৃথিবীর বুকে প্রাণের স্পন্দন জাগাতে হলে, আমরা যারা এখনো বেঁচে আছি তাদের পরস্পর ভালোবেসে কাছে থাকতে হবে। ভালোবাসা ছাড়া আর কোনো পথ নেই। কি কথা বোঝাতে গিয়ে কবি বলেছেন, কয়জন আছি বাকি। হঠাৎ এখনো সবকিছু শেষ হয়নি।
19 আমাদের কিভাবে বাঁচতে হবে?
পৃথিবীজুড়ে সন্ত্রাসের রাজত্ব চলছে। পৃথিবীতে সত্য ও সুন্দর করে তুলতে হলে মানুষকে ভালোবাসার বোধে জাগিয়ে তুলতে হবে। মানুষ পরস্পর ভালোবেসে হাতে হাত রেখে বাঁচতে শিখলে এই পৃথিবী আবার সুন্দর হয়ে উঠবে।
এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?
এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।
সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন ( Class 10 Bengali Poem Aay Aro Bedhe Bedhe Thaki by Sankha Ghosh )
Related Keys:
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.