GYANCHAKSHU BY ASHAPURNA DEVI QUESTION ANSWER FOR CLASS 10TH STUDENTS.
GYANCHAKSHU BY ASHAPURNA DEVI QUESTION ANSWER
জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবী
দশম শ্রেণী বাংলা / মাধ্যমিক বাংলা
CLASS 10TH / MADHYAMIK BENGALI STORY GYANCHAKSHU BY ASHAPURNA DEVI : SHORT ANSWER TYPE QUESTIONS.
Class 10th Bengali story Gyanchakshu by Ashapurna Devi. WBBSE Bengali Syllabus. Class 10 / Madhyamik Bengali short story Gyanchakshu question answer. Madhyamik Bengali suggestion. Online exam preparation. Gyanchakshu short question answer. Madhyamik suggestion. Ashapurna Devi Bengali Story. Madhyamik Gyanchakshu question-answer suggestion. West Bengal Board of Secondary Education.
সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন SHORT ANSWER TYPE QUESTIONS: প্রতিটি প্রশ্নের মান ১
১ জ্ঞানচক্ষু গল্পটির উৎস কি?
আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি তার লেখা কুমকুম গল্প সংকলন থেকে নেওয়া হয়েছে।
২ কোন কথা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেলো ?
তপন যখন শুনলো তার ছোট মেসো একজন লেখক তখন তার চোখ মার্বেল হয়ে গেলো।
৩ তপনের চোখ মার্বেল হলো কেন ?
তপন একজন কিশোর। লেখক সম্পর্কে তার ধারণা ছিল তা হলো , লেখক হলো আকাশ থেকে পড়া জীব। কিন্তু সে দেখলো একজন লেখক তার বাবা , কাকা , মামার মতো সাধারণ মানুষ , তখন তার চোখ মার্বেল হলো।
৪ " সে সব বই নাকি ছাপাও হয় " - নাকি শব্দটি কেন ব্যবহার করেছেন ?
'নাকি' একটি সংশয় বাচক অব্যয় পদ। তপন প্রথমে বিশ্বাস করতে চায়নি তার ছোট মেসো একজন লেখক। তাই নাকি শব্দটি ব্যবহার করেছেন।
৫ সত্যিকার লেখক - কার সম্পর্কে এ কথা বলা হয়েছে ?
তপনের ছোট মেসোর কথা বলা হয়েছে।
৬ এ বিষয়ে সন্দেহ ছিল তপনের- কোন বিষয়ে ?
জ্ঞানচক্ষু গল্পের তপন একজন কিশোর। সে জানতো না একজন লেখক তার বাবা কাকা মামার মতো সাধারণ একজন মানুষ। একজন লেখককে কাছ থেকে দেখা যায় তাই জানতো না সে। একজন লেখক সাধারণ মানুষের মতো খাবার খান , সিগারেট খান , দাড়ি কামান , ঘুমোন , অর্থাৎ লেখক একজন সাধারণ মানুষ I এ বিষয়ে সন্দেহ ছিল তপনের।
৭ তপনের জ্ঞানচক্ষু কি ভাবে খুলে গেলো ?
নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গেলো।
৮ তপন মামার বাড়িতে ছিল কেন ?
তপন ছোট মাসির বিবাহে মামার বাড়ি এসেছিলো আর গরমের ছুটি থাকায় মামার বাড়িতে ছিল ।
৯ লেখক মানে কী ?
লেখক মানে আকাশ থেকে পড়া জীব নয় , লেখক একজন সাধারণ মানুষ।
১০ তপনের লেখক হতে বাধা নেই কেন ?
তপনের ছোট মেসো যদি একজন সাধারণ মানুষ হয়ে লেখক হতে পারেন , তাহলে তপন ও লেখক হতে পারে। কারণ সে একজন সাধারণ মানুষ। বয়স ছাড়া মেসোর সাথে তার কোনো পার্থক্য নেই।
১১ ''ছোট মাসি সেই দিকে ধাবিত হয়''- কোন দিকে এবং কেন ?
ছোট মাসি তপনের লেখা গল্পটি ছোট মেসোকে দেখানোর জন্য ছোট মেসো যে ঘরে ঘুমিয়েছিলো সেই ঘরের দিকে ধাবিত হয়েছিল।
১২ ''কিন্তু কে শোনে তার কথা ?''- কে , কার কথা শোনে নাই ?
তপনের ছোট মাসি তপনের কথা শোনে নাই। ছোট মাসি তার কথা না শুনে তার লেখা গল্পটি ছোট মেসোকে দেখতে গিয়েছিলো।
১৩ তপন মনে মনে পুলকিত হয়েছিল কেন ?
তপন জানতো তার লেখা গল্পের মূল্য একমাত্র ছোটমেসো বুঝবে। তাই ছোট মাসি তার লেখা গল্পটি মেসোকে দেখতে গেলে তপন মনে মনে পুলকিত হয়েছিল।
১৪ '' রত্নের মূল্য জহুরির কাছেই ''- রত্ন এবং জহুরি কাকে বলা হয়েছে ?
তপন তার গল্পটিকে রত্ন এবং ছোট মেসোকে জহুরি ভেবেছে। জহুরি যেমন জহর চেনে , তেমনি লেখক মেসো তপনের গল্পের মূল্য বুঝবে।
১৫ '' তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ''- কেন ?
যখন ছোট মেসো বলেন , তপনের গল্প ভালো হয়েছে এবং একটু কারেকশান করে দিলে ছাপানো চলে , তখন আনন্দে তপন কাঁদো কাঁদো হয়ে যায়।
LEARN MORE WITH YOUTUBE VIDEO: VIDEO- 1
১৬ মেসোর উপযুক্ত কাজ কী ?
ছোট মাসি বলেন তপনের লেখা গল্পটি পত্রিকাতে ছাপিয়ে দেওয়া মেসোর উপযুক্ত কাজ হবে।
১৭ বিকালে চায়ের টেবিলে কোন কথাটা ওঠে ?
তপন তার লেখক মেসোকে দেখে উৎসাহিত হয়ে একটি গল্প লিখেছিলো। ছোট মাসি সেই গল্পটি মেসোকে দেখিয়েছিলো। সেই গল্পের কথাটি বিকালে চায়ের টেবিলে উঠেছিল।
১৮ তপনের গল্প সম্পর্কে মেসো কী বলেছিলো ?
তপনের গল্প লেখার কথা শুনে মামার বাড়িতে সকলে হাসাহাসি করলেও ছোট মেসো বলেন তপনের হাত আছে , চোখও আছে। তপনের বয়েসের ছেলেরা সাধারণত রাজা রানী খুন জখম একসিডেন্ট বা খেতে না পাওয়া নিয়ে গল্প লেখে। কিন্তু তপন তার স্কুলের প্রথম দিন নিয়ে গল্প লিখেছিলো। তপনের লেখার মৌলিকতা মেসো প্রশংসা করেছিল।
১৯ '' তপন বিহ্বল দৃষ্টিতে তাকে ''- কেন ?
তপন গল্প লিখেছে শুনে সবাই হাসলেও লেখক মেসো বলেছিলেন তপনের লেখার হাত , সে গল্প লিখতে পারবে। একজন লেখক তার প্রশংসা করছে শুনে তপন বিহ্বল দৃষ্টিতে মেসোকে দেখেছিলো।
২০ তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গুনেছিলো কেন ?
লেখক মেসো তপনের লেখা গল্পটি ছাপিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নিয়ে গিয়েছিলো। তাই তপন কৃতার্থ হয়েছিল।
২১ '' এই কথাটাই ভাবছে তপন দিন রাত ''- কোন কথাটা ভাবছে ?
তপন অনেক গল্প পড়েছে আর এখন আরো পড়ছে। তাই গল্প সম্পর্কে সে সব কিছু জানে। এই কথাটা সে দিন রাত ভাবছে।
২২ '' শুধু এটাই জানা ছিল না ''- কার কী জানা ছিল না ?
একজন সাধারণ মানুষ যে গল্প লিখতে পারে , এটা তপনের জানা ছিল না। নতুন মেসোকে দেখে সে এটা জানতে পারলো।
২৩ '' তবে আর কে পায় তপনকে ?''- এ কথা কেন বলা হয়েছে ?
নতুন মেসোকে দেখে তপন জানলো সাধারণ মানুষ লেখক হতে পারে। তখন গল্প লেখার নেশা পেয়ে বসলো তাকে। তাই এই কথা বলা হয়েছে।
তপনকে গল্প লেখার নেশায় পেয়েছিলো। সে লুকিয়ে দুই তিনটি গল্প লিখেছিলো।
৩৫ '' এমন সময় ঘটলো সেই ঘটনা। ''- কোন ঘটনা ঘটেছিলো ?
লেখক মেসো তপনের গল্প নিয়ে যাওয়ার পর অনেক দিন কেটে গিয়েছিল। স্কুলের পড়া শুরু হয়েছিলো। এমন সময় একদিন ছোটোমাসি এর মেসো সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তার বাড়িতে এসেছিলো। এই ঘটনার কথা বলা হয়েছে।
৩৬ '' বুকের রক্ত ছলকে উঠেছিল তপনের। ''- কেন ?
তপনের নতুন মেসো ও মাসি যখন সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে যখন তার বাড়িতে এসেছিলো তখন তপনের বুকের রক্ত ছলকে উঠেছিলো। তপন অনুমান করেছিল তার লেখা প্রথম দিন গল্পটি হয়তো পত্রিকায় ছাপা হয়েছিলো। তাই আনন্দে তার বুকের রক্ত ছলকে উঠেছিল।
৩৭ ''পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে ?''- অলৌকিক ঘটনা কী ?
তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছিল , হাজার হাজার পাঠকের হাতে তার লেখা গল্প শোভা পাবে , তার নাম সকলে জানবে - এই ঘটনাকে অলৌকিক বলা হয়েছে।
৩৮ তপনের গল্পের নাম কী ?
প্রথম দিন।
৩৯ তপনের পুরো নাম কী ?
শ্রী তপন কুমার রায়।
৪০ '' ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে। ''- কোন কথাটা ?
তপনের লেখা গল্পটি লেখক মেসো কারেকশন করে দিয়েছিলেন - এই কথাটা ছড়িয়ে পড়েছিল।
৪১ মেজকাকু কী বলেছিলেন ?
মেজকাকু বলেছিলো ও রকম একটি লেখক মেসো থাকলে তিনিও গল্প লিখতেন।
৪২ ছোটোমাসি ও ছোটমেসো তপনের বাড়িতে কী খেয়েছিলো ?
ছোটোমাসি ডিম্ ভাজা আর চা খেয়েছিলো এর ছোটমেসো কফি খেয়েছিলো।
৪৩ তপন কোন কথার মধ্যে হারিয়ে গিয়েছিলো ?
বাড়িতে সবাই বলেছিলো নতুন মেসো না থাকলে তপনের গল্প ছাপা হতো না। সব নতুন মেসোর জন্য হয়েছে। এই কথার মধ্যে তপন হারিয়ে গিয়েছিলো।
৪৪ কে তপনকে গল্পটা পড়তে বলেছিলো ?
তপনের মা।
৪৫ '' এর মধ্যে তপন কোথা ?''- এই কথা কেন বলা হয়েছে ?
তপন তার লেখা প্রথম দিন গল্পটি পড়ার সময় বুঝতে পারলো সেটি তার লেখা নয়। কোনো শব্দ ও বাক্য তার পরিচিত নয়। নতুন মেসো পুরো গল্পটি নতুন করে লিখে দিয়েছিলো। তাই তপন নিজেকে খুঁজে পায় নি।
৪৬ তপন বোবার মতো বসে থাকে কেন ?
তপন তার লেখা গল্প পড়ার সময় বুঝলো লেখক মেসো তার লেখা গল্পটি সম্পূর্ণ পাল্টে দিয়ে নতুন করে লিখে দিয়েছিলো। তাই সে এর পড়তে পারে নি।
৪৭ তপন ছাদে গিয়ে কী করেছিল ?
তপন ছাদে গিয়ে শার্টের তালাটা তুলে চোখের জল মুছেছিলো।
৪৮ '' তা জানেনা তপন। ''- কী জানে না ?
গল্প পড়ার সময় তপন কেন দুঃখ পেয়েছিলো তপন তা বুঝতে পারে নি।
৪৯ তপন কী সংকল্প করেছিল ?
তপন সংকল্প করেছিল ভবিষ্যতে গল্প লিখলে সে নিজে গিয়ে পত্রিকার অফিসে গিয়ে দিয়ে আসবে যদি ছাপানো না হয় তবু কারো সাহায্য নেবে না।
৫০ '' তার থেকে অপমানের ''- কিসে তপনের অপমান হয়েছিল ?
অন্যের লেখা গল্প নিজের নাম প্রকাশ হওয়া এবং তা পাঠ করা অপমানের। মেসো করুন করে তপনের নাম গল্প লিখেছিলো। এতে তপনের অপমান হয়েছিল।
Madhyamik exam is the first big exam for the students. The students of class 10 appear wbbse madhyamik examination.Here I shall provide you madhyamik notes, madhyamik exam tips, madhyamik syllabus, the key to success, class 10 Bengali notes, class x question answer, class 10 suggestion, class x suggestion, madhyamik suggestion. We have expert teachers who will supply madhyamik pariksha exam suggestions, board exam tips, class 10 notes, class x question answers, class 10 question answers, wbbse exam routine, madhyamik exam routine, and all subject notes.
Class 10 / class x suggestion is provided here. Class 10 suggestion is very much important for madhyamik examination. You also get class 10 / class x / madhyamik question answer. This article is on wbbse class 10th ( x ) bengali. Download the solved class 10th / wbbse madhyamik question answer, wbbse madhyamik suggestions.
WBBSE class 10th Bengali question answer. You must practice repeatedly with these questions and answers. Besides, you should read your textbook carefully.
The topic we have discussed in this page and related tags : জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তু,জ্ঞানচক্ষু গল্পের আলোচনা,জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন ও উত্তর,আশাপূর্ণা দেবী,কুমকুম গল্প সংকলন,পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, #gayanchakkhu , তপন চরিত্র আলোচনা #class10bengalistorygyanchakshu #madhyamik2022bengalisuggestiongyanchakkhu #gyanchakkhubyashapurnadevi #gyanchakshuquestionanswer #gyanchakshuclass10 #gyanchakshuclass10mcq
WBBSE CLASS 10 / X BENGALI SUGGESTION - GYANCHAKSHU / GANCHAKKHU BY ASHAPURNA DEVI
WBBSE MADHYAMIK BENGALI QUESTION ANSWER - GYANCHAKSHU BY ASHAPURNA DEVI
এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?
এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।
Thanks for reading GYANCHAKSHU BY ASHAPURNA DEVI QUESTION ANSWER
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.