অসুখী একজন - পাবলো নেরুদা - মাধ্যমিক সাজেশন - প্রশ্ন-উত্তর - Asukhi Ekjon Question Answer - Class 10th Asukhi Ekjon by Pablo Neruda
দশম শ্রেণির পাঠ্য কবিতা অসুখী একজন। অসুখী একজন কবিতাটি রচনা করেছেন পাবলো নেরুদা। মাধ্যমিক পরীক্ষায় অসুখী একজন কবিতা থেকে যে সব প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেগুলি এখানে আলোচনা করলাম।
![]() |
Asukhi Ekjon Question Answer |
Asukhi Ekjon Question Answer: Asukhi Ekjon Bangla Poem:
১/ ‘ ঘাস জন্মাল রাস্তায় ‘ - বলতে কি বুঝিয়েছেন ?
‘অসুখী একজন’ কবিতার কথক তার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে গেছেন দূরে। যুদ্ধের দুর্দান্ত আহবানে যুদ্ধক্ষেত্রে গেছেন তিনি।
হয়তো আর ফেরা হবে না প্রিয়তমের কাছে। প্রেয়সীর থেকে দূরে প্রেমহীন যুদ্ধ প্রান্তরে কেটে গেছে এক বছর আর এক সপ্তাহের দিবস- রজনী। কথকের অনুপস্থিতিতে তবুও সমতলের জীবন ধারা চলে নিরিবচ্ছিন্ন গতিতে। দীর্ঘসময়ের প্রবাস যন্ত্রণা, অন্যদিকে নিরলস জীবনপ্রবাহ অভিমূর্ত হয়েছে রাস্তায় ঘাস জন্মানোর প্রসঙ্গে। যে পথে তিনি আর হাঁটবেন না, সে পথে হাঁটে অন্য পা, অন্যজন। ঋতু বদলায়, মুছে যায় পায়ের দাগ, ঘাস জন্মায় , ক্ষীণ হয়ে আসে স্মৃতির রেখা।
২/ ”পাথরের মত বছর” কার মাথার উপর নেমে এসেছিল? বছর’কে পাথরের মতো বলা হয়েছে কেন?
‘অসুখী একজন’ কবিতার কথক চরিত্র যুদ্ধক্ষেত্রের দুরন্ত প্রাঙ্গণে ধূসর জীবনের আঙিনায় গেছেন।পিছনে ফেলে এসেছেন প্রিয়ার প্রতীক্ষা, চোখের জল, চেনা পরিবেশ। তিনি যে আর ফিরে আসবেন না, এই নির্দয় সত্যটি বোঝেনি ভালোবাসার প্রতিমূর্তি মেয়েটি।
প্রেমের প্রদীপ জ্বালিয়ে বস্তু-বিহীন স্বপ্ন সফল-এর অপেক্ষায় দিন-রাত একাকী কাটিয়েছে মেয়েটি। চারপাশের পরিবেশে বিবর্ণ হলেও তার হৃদয় যমুনায় প্রেমের আহ্বানের জোয়ার আসে, যদিও হতাশার দীর্ঘশ্বাস তার জীবনের নিয়তি স্বরূপ। প্রিয়কে হারিয়ে প্রতিটি মুহূর্ত যেন পাথরের মত কঠিন হয়ে গেছে তার কাছে ।
৩/‘শান্ত হলুদ দেবতারা’- দেবতাদের সম্পর্কে এমন বর্ণনা করেছেন কেন?
‘অসুখী একজন’ কবিতায় লেখক নেরুদা তার দেশে গৃহযুদ্ধ ও অশান্তির ছবি এঁকেছেন। সমতলের প্রশান্ত জীবনধারা হিংসা ও মৃত্যুর কাছে পরাভূত হলো। দেবতার সৃষ্টি বিনষ্ট হল। দেবতার অস্তিত্ব বিপন্ন হল। চূর্ণ দেবালয় ঈশ্বরের সৃষ্টিকে পরিহাস করে। দেবমূর্তি ও দেববাণী বা ধর্মগ্রন্থ মানুষকে শান্তির দিশা দেখাতে অক্ষম হল। হাজার-হাজার বছরের ভাবনা ও দেব-বিশ্বাস অশান্ত সময়ের কালে ক্রান্তদর্শী পথের সন্ধান দিতে পারল না। তাই দেবতাদের হাজার বছরের শান্তি ও সৃষ্টি চরম মিথ্যা বলে মনে হয়েছে কবির।
৪/ ”সেই মেয়েটির মৃত্যু হল না”- কেন?
পাবলো নেরুদা ‘অসুখী একজন ‘কবিতায় প্রেম-সত্য ও সুন্দরের মিশ্রণে এক অনুপম নারীমূর্তি অঙ্কন করেছেন যা যুদ্ধ ও দাঙ্গার বীভৎস রক্তস্নাত দিনেও নিষ্কলঙ্ক থাকে। কবিতায় রক্তপাত ও মৃত্যুর করাল গ্রাসের বর্ণনা থাকলেও প্রেমের প্রতিমা নারীটি প্রেমের ফল্গুধারা সমাজের বুকে প্রবাহিত করে মানুষের হৃদয়ে সঞ্জীবনী সুধারস সঞ্চারিত করার জন্য অপেক্ষামান। যুদ্ধে শিশু ও বাড়িরা খুন হলেও প্রেমের বাতি নিভে গেল না। আসলে কবি কোন রক্ত-মাংসের মানবী’কে নির্দেশিত না করে প্রেমের সর্বজয়ী সর্বংসহা রূপটিকে নারী মূর্তি রূপে অঙ্কন করেছেন । তাই মেয়েটির মৃত্যু হল না।
৫/ ‘তারপর যুদ্ধ এলো ‘- যুদ্ধের যে বর্ণনা আছে তা লেখ?
‘অসুখী একজন’ কবিতায় পাবলো নেরুদা অসুস্থ সময়ের ও সংকটাপন্ন সমাজের ছবি এঁকেছেন। কবিতাটি উত্তম পুরুষের বাচনভঙ্গিতে লেখা । কবিতার কথক তার প্রিয় মানসীকে ছেড়ে যাবার পরে বিরহের হলাহল মেয়েটির জীবনে কি দুঃসহ যন্ত্রণা দিয়েছে তার বর্ণনা আছে। কিন্তু কবিতার দ্বিতীয়াংশে বর্ণিত যুদ্ধ ও হিংসার ভয়াল রূপ সেই মেয়েটির একক বেদনার সীমা অতিক্রম করে গেছে। যুদ্ধের তাণ্ডবে চলমান মানবজীবন মৃত্যুর শ্মশানে পরিণত হল। শিশু ও বাড়ির সকলে খুন হলো। সমতলের সর্বত্র প্রাণান্তকর হিংসার আগুন ছড়িয়ে পড়ল। ধ্যানমগ্ন দেবতাদের অস্তিত্ব বিপন্ন হল। নতুন স্বপ্ন ও জীবনের সম্ভাবনার দ্বার রুদ্ধ হলো। কথকের স্মৃতি-বিজড়িত বাড়ি, বারান্দা ঝুলন্ত বিছানা রেহাই পেল না হিংস্র থাবার দহন থেকে।গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ চূর্ণ হয়ে জ্বলে গেল আগুনে ।
এভাবে মানব সভ্যতার ইতিহাসে কলঙ্কের রেখা অঙ্কিত হল। কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তি সবই আসলে স্বপ্ন ও জীবনের অপমৃত্যুর স্মারক হয়ে রইল।এভাবে কবিতার দ্বিতীয়াংশে প্রতি চরণে যেন মৃত্যুর আর্তচিৎকার ধ্বনিত হচ্ছে। জীবনের অভিজ্ঞতা লেখক বর্ণময় করেছেন-‘শান্ত-হলুদ দেবতা’ বা ‘দোমড়ানো লোহা’ ‘কাঠ কয়লা’ প্রভৃতি শব্দের দ্বারা। স্বপ্নের রঙিন দিনগুলি আজ কালো কয়লা হয়ে জীবনকে ব্যঙ্গ করছে,কত আশা ও স্বপ্নভাড়াতুর মন অকালে মারা গেল-সেই বেদনা এই কবিতায় চিত্রে, লিপিতে প্রত্যক্ষবৎ হয়েছে।
Madhyamik Asukhi Ekjon Bangla Poem
৬। “তারা আর স্বপ্ন দেখতে পারলো না”- তারা বলতে কাদের কথা বোঝানো হয়েছে? তারা স্বপ্ন দেখতে পারলো না কেন?
দেবতারা, যারা কবি নেরুদার ভাষায় ছিল শান্ত-হলুদ,তারা আর স্বপ্ন দেখতে পারলো না।
রক্তক্ষয়ী সংঘর্ষ সমতলের নিরুপদ্রব জীবনকে মৃত্যুর আঙিনায় এনে স্থাপন করেছিল। ধ্যানমগ্ন দেবতারা ও অসহায় পড়ল। দেবতার বাস-মন্দির চূর্ণ হল, হাজার বছরের গম্ভীর ধানের অপমৃত্যু ঘটলো। বিপন্ন দেবতারা মানুষের হিংসা ও হানাহানির কাছে পরাভূত হলেন। স্বপ্ন দেখার সময় ও প্রশান্তচিত্ত চিরতরে হারিয়ে যাওয়ায় দেবতারা স্বপ্ন দেখতে ব্যর্থ হলেন।
৭। ‘অসুখী একজন’ কবিতায় পায়ের দাগ কিভাবে ধুয়ে গেল?
পাবলো নেরুদা তার সময়কারএক দুঃসহ অরাজক সময়ের চিত্র অসুখী একজন কবিতায় অংকন করেছেন। কবিতার প্রথম অংশে কবিতার কথককে চলে যেতে হয়েছে প্রিয় স্বদেশ ও প্রিয়তমা নারীকে ছেড়ে। স্মৃতির সরণি বেয়ে দীর্ঘ এক বছর ও এক সপ্তাহের বিচ্ছেদ-ব্যথা তার হৃদয়ে জেগে উঠেছে।
কথক চলে যাওয়ার পর দীর্ঘ সময় কেটে গেছে। ঋতু বদলেছে, স্মৃতির পট অনেকটা ধুসর হয়েছে। প্রতিদিন নতুন রৌদ্র এসেছে, বৃষ্টিধারা তার পায়ের দাগ ধুয়ে দিয়েছে। বস্তুত দীর্ঘ সময় অতিক্রান্ত হওয়ায় তার স্মৃতির শহরের হৃদয় থেকে অনেকখানি হারিয়ে গেছেন তিনি। একই সঙ্গে, যুদ্ধের আগুনে সব পুড়ে গেছে। তাই বেদনা দীর্ণ মনে তিনি বলেছেন,” বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ”।
৮। “আর সেই মেয়েটি আমার অপেক্ষায়”- মেয়েটির অপেক্ষার কারণ তাৎপর্য সহ লেখ।
Class 10 Asukhi Ekjon Bangla Poem
প্রিয়তম মানুষটি যার চলে গেছে বহু দূরে,সুখের রজনী পোহানোর আগেই বেদনার হলাহল পান করতে হয়েছে যাকে,প্রেমের দীপশিখা হৃদয় মন্দিরে জ্বালিয়ে অপেক্ষার দিন রাত্রি একাকী কাটিয়েছে এমন একটি মেয়েকে উদ্দেশ্য করে পাবলো নেরুদা তার অসুখী একজন কবিতায় লিখেছেন-”আর সেই মেয়েটি আমার অপেক্ষায়”।
কবিতায় চিত্রিত মেয়েটির রক্তমাংসের মানুষ থেকে উত্তরণ ঘটেছে শাশ্বত প্রেম-ছবিতে। নায়ক ফিরবে না- এই সত্যটি সে মানতে চায় না। অবিনাশী প্রেম তার প্রিয় সঙ্গ কামনায় উন্মুখ হয়ে থাকে , সময়ের প্রবাহ দিয়ে তাকে নিবারণ করা যায় না । দয়িতের কামনায় দয়িতার এই অপেক্ষা চিরন্তন প্রেমের মাধুর্য মূর্তি। ঋতু বদলায়, জীবন প্রবাহে সুখ দুঃখের জোয়ার ভাটা খেলে যায়, তবু হৃদয়ের শুদ্ধ প্রেম অচঞ্চল ভাবে প্রিয়তমার অভিমুখী থাকে। মেয়েটি বিশ্বজনীন প্রেমবোধে ভালোবাসার ভুবনবিদারী আকাঙ্ক্ষা নিয়ে তার প্রিয়তমের জন্য অপেক্ষা করে। প্রেমিকের ফেরা না হলেও তার এই অপেক্ষা শাশ্বত কালের কাছে, চিরন্তনী প্রেমের আঙিনায় সদা জাগরুক থাকে।
৯। “ সমস্ত সমতলে ধরে গেল আগুন।”-- কোথায় কিভাবে আগুন ধরে গেল?
‘অসুখী একজন’ কবিতার কথক তার দেশে সমতলের শান্ত জীবনধারায় যুদ্ধের আগুন লাগার প্রসঙ্গ উল্লেখ করেছেন।
কবিতার কথক তার অতীতচারী স্মৃতিচারণের সূত্রে শান্ত সমতলে বীভৎস যুদ্ধের প্রসঙ্গ উল্লেখ করে সমাজ ও জীবনের ট্রাজেডিকে প্রকাশ করেছেন। গৃহ ছেড়ে, প্রিয়তমাকে ছেড়ে, চলে যাবার এক বছর এক সপ্তাহ পরে সমতল অশান্ত ও রক্তস্নাত হল। কথকের ভাষায় যুদ্ধ এসেছিল-” রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো”।সর্বগ্রাসী যুদ্ধ শিশুদের এবং অন্যান্য সকলকে হত্যা করল। শান্ত হলুদ দেবতাদের স্থানচ্যুতি ঘটলো, নতুন স্বপ্ন দেখতে ব্যর্থ হল তারা। প্রশান্ত শান্তির সমতল বিধ্বংসী যুদ্ধের আগুনে নিশ্চিহ্ন হয়ে গেল।
১০। ‘অসুখী একজন’ কবিতায় পাথরগুলি কিসের প্রতীক?
কাব্য কবিতায় কখনো বক্তব্যের তাৎপর্য প্রকাশের জন্য, কখনো আলংকারিক গুণ বৃদ্ধির জন্য কবিরা প্রতীকের ব্যবহার করেন। আমার পাঠ্য ‘অসুখী একজন’ কবিতায় উল্লিখিত পাথরগুলো প্রতীক ধর্মী বক্তব্যকে অধিক বোধগম্য করেছে।
আলোচ্য কবিতায় প্রিয় বেদনার করুণ সুর শুনতে পাই। কবিতার কথক তার প্রিয়তমাকে ছেড়ে চলে গেছেন এমন স্থানে,যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। প্রিয়তমা নারীটি তার অপেক্ষায় বেদনাঘন দিনরাত্রি কাটিয়েছে। প্রেমের ডালি সাজিয়ে প্রিয়সঙ্গ কামনায় উন্মুখ নারীটি অপেক্ষায় থেকেছে প্রিয়তমের জন্য। দিন মাস বছর অতিক্রান্ত হলেও প্রিয়তম মানুষ টি ফিরল না। আর প্রতীক্ষার দুঃসহ বেদনা শতধারায় তার জীবনকে দুঃখ-জর্জর করল। প্রিয়তমের বিচ্ছেদের তার হৃদয় কতটা দুঃখবোধ জাগরিত হয়েছিল তারই সুন্দর প্রকাশ ঘটেছে পাথরগুলি নেমে আসার প্রতীকী ব্যঞ্জনায়।
১১। “উলটে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে”--- মন্দির থেকে কি উল্টে পড়ল? কি কারনে উল্টে পড়েছিল?
পাবলো নেরুদার’ অসুখী একজন’ কবিতায় মন্দির থেকে শান্ত হলুদ দেবতারা উল্টে পড়েছিল।
আগ্নেয় পাহাড়ের মতো ভয়াবহ যুদ্ধ সমতলে ছড়িয়ে পড়েছিল। সেই যুদ্ধের লেলিহান শিক্ষায় ধ্বংস হয়েছিল মন্দির ও বিগ্রহ। কবির ভাষায়’ শান্ত হলুদ’ দেবতাদের দেবালয় টুকরো টুকরো হয়ে উল্টে পড়েছিল। অর্থাৎ যুদ্ধের রক্তক্ষয়ী স্পর্শে মানুষের অন্তর মনের হাজার বছরের জীর্ণ বিশ্বাস টাল খেয়েছিল।
১২। “শিশু আর বাড়িরা খুন হলো”- শিশু আর বাড়িরা কিভাবে খুন হলো ? খুন শব্দটির ব্যবহারের সার্থকতা বিচার কর।
পাবলো নেরুদার ‘ অসুখী একজন’ কবিতায় ভয়াবহ এক যুদ্ধে কথকের শহরের শিশু আর গৃহস্থ মানুষেরা খুন হল। কবিতায় ‘বাড়িরা’ বলতে বাড়ির মানুষদের বোঝানো হয়েছে।
কথক তার প্রিয়তমাকে অপেক্ষায় রেখে দূরে চলে যাওয়ার পর বছর কেটে গেল। একসময় শুরু হলো ভয়ানক যুদ্ধ। যুদ্ধের আগুনে পুড়ে ছারখার হয়ে গেল কথকের প্রিয় শহর। ভেঙে পড়ল মন্দির আর মন্দিরের ভেতরের দেবমূর্তি। এমনকি,সেই যুদ্ধের হিংস্রতা থেকে রক্ষা পেল না নিরপরাধ শিশুরাও। শহরের বাড়িগুলি ধ্বংস হলো একে একে। শিশুদের মত বাড়িও যে মানুষের পরম আদরের, মমতা্ সেটা বোঝাতেই কবি ‘বাড়িরা’ শব্দটি ব্যবহার করেছেন। কিছু যুদ্ধবাজ মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে যুদ্ধ বাধায়। কিন্তু তার মাসুল গুনতে হয় দেশের অগণিত নিরীহ সাধারণ মানুষকে। মানুষ হারায় তার পরিবার, প্রিয়জন, এমনকি, শেষ আশ্রয়টুকুও। যুদ্ধের এই ভয়ঙ্কর পরিণতিকে ফুটিয়ে তুলতে কবি ‘খুন’ শব্দটি ব্যবহার করেছেন।
এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?
এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।
WBBSE Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Suggestion Download, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion.
AKB SCHOOL provides Madhyamik Bengali Suggestion, WBBSE Class 10th Bengali Question Answer Suggestion, WBBSE Class 10th Bengali Question Paper, WBBSE Madhyamik important question-answers, Madhyamik Bengali Suggestion.
মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Asukhi Ekjon Bangla Poem by Pablo Neruda
মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Asukhi Ekjon Bangla Poem by Pablo Neruda
মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Asukhi Ekjon Question Answer class 10 Asukhi Ekjon Pablo Neruda
মাধ্যমিক বাংলা | WBBSE Class 10th Bengali - Asukhi Ekjon Question Answer class 10 - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / Class 10 Asukhi Ekjon Question Answer - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / Class 10 Asukhi Ekjon Question Answer
WBBSE Class 10th Bengali Suggestion- দশম শ্রেণি / মাধ্যমিক বাংলা- অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর
WBBSE Class X Bengali Suggestion- মাধ্যমিক বাংলা- অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class X Bengali Suggestion- তারপর যুদ্ধ এলো যুদ্ধ কিভাবে এলো অসুখী একজন - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Bengali Question - Answer - অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Bengali Question - Answer - অসুখী একজন কবিতার প্রশ্ন উত্তর- Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Bengali Suggestion - অসুখী একজন mcq - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Bengali Suggestion - অসুখী একজন mcq - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion - সেই মেয়েটির মৃত্যু হল না কেন - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th Madhyamik Bengali Suggestion - সেই মেয়েটির মৃত্যু হল না কেন - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th WBBSE Madhyamik Bengali Suggestion - অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উত্তর - Asukhi Ekjon Pablo Neruda
WBBSE Class 10th WBBSE Madhyamik Bengali Suggestion - অসুখী একজন কবিতার ছোট প্রশ্ন উত্তর-
Asukhi Ekjon Pablo Neruda
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
Please do not enter any spam links in the comment box.