Footer Logo

২০২১/০৪/২৭

Madhyamik Bengali Poem Abhishek by Michael Madhusudan Dutta Question Answer

  BAIRAGYA SHIKSHA NIKETAN       ২০২১/০৪/২৭

Madhyamik Bengali Poem Abhishek by Michael Madhusudan Dutta Question Answer


Madhyamik Bengali poem Abhishek by Michael Madhusudan Dutta Question Answer
Madhyamik Bengali poem Abhishek by Michael Madhusudan Dutta Question Answer


 অভিষেক কবিতার প্রশ্ন উত্তর Abhishek Kobita Class 10

মাইকেল মধুসূদন দত্ত Michel Madhusudan Dutta

সংক্ষিপ্ত উত্তর ধর্মী প্রশ্ন Short Answer Type Questions

প্রশ্নের মান 1


1 অভিষেক কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে? 

মাইকেল মধুসূদন দত্তের অভিষেক কবিতাটি মেঘনাদবধ কাব্যের প্রথম সর্গের অংশ। 


2 অভিষেক কথার অর্থ কী? 

অভিষেক কথার অর্থ দায়িত্ব অর্পণ।


3 কনক আসন ত্যজি - কথার অর্থ কী? 

সোনার আসন ত্যাগ করে। 


4 বীরেন্দ্রকেশরী ইন্দ্রজিৎ - ইন্দ্রজিৎকে বীরেন্দ্রকেশরী বলা হয়েছে কেন? 

বীরেন্দ্রকেশরী কথার অর্থ হল শ্রেষ্ঠ বীর। ইন্দ্রজিৎ শ্রেষ্ঠ বীর, তাই তাকে বীরেন্দ্রকেশরী বলা হয়েছে। 


5 কহ দাসে লঙ্কার কুশল - কে বলেছেন? 

ইন্দ্রজিৎ ছদ্মবেশী লক্ষ্মীদেবীকে লঙ্কার কুশল জিজ্ঞাসা করেছিলেন। 


6 ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা - অম্বুরাশি সুতা কথার অর্থ কি? 

লক্ষীদেবী কে বলা হয় অম্বুরাশি সূতা। অম্বুরাশি শব্দের অর্থ সমুদ্র। লক্ষীদেবী সমুদ্রের কন্যা। তাই তাকে অম্বুরাশি সুতা বলা হয়। 


7 অম্বুরাশি সুতা কী উত্তর দিয়েছিলেন? 

লক্ষীদেবী ইন্দ্রজিৎকে তার ভাই বীরবাহুর হত্যা সংবাদ দিয়েছিলেন। 


8 ইন্দ্রজিতের ভাইয়ের নাম কী? 

বীরবাহু। 


9 বীরবাহুকে কে হত্যা করেছিল? 

রামচন্দ্র। 


10 এ অদ্ভুত বারতা - অদ্ভুত বার্তা কী ছিল? 

ইন্দ্রজিৎ রামচন্দ্র ও তার সৈন্যবাহিনীকে রাত্রিকালে যুদ্ধে হত্যা করে এসেছিলেন। তাহলে তার ভাই বীরবাহুকে কে হত্যা করল? লক্ষ্মী দেবীর কাছে ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ইন্দ্রজিৎ সেটিকে অদ্ভুত বার্তা বলেছেন। 


11 শীঘ্র কহ দাসে - দাস কে? তিনি কোন সংবাদ শুনতে চেয়েছেন? 

ইন্দ্রজিৎ নিজেকে দাস সম্বোধন করে ছদ্মবেশী লক্ষ্মীদেবীর কাছে ভাইয়ের হত্যার পূর্ণাঙ্গ সংবাদ জানতে চেয়েছেন। 


12 রত্নাকর রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী - কাকে বলা হয়েছে? 

লক্ষ্মীদেবীর সম্বন্ধে এই বিশেষণগুলো ব্যবহার করেছেন মধুসূদন দত্ত। 


13 নিশা রণে সংহারিনু আমি রঘুবরে - কে কাকে সংহার করেছিলেন? 

রাত্রিকালে যুদ্ধে ইন্দ্রজিৎ রামচন্দ্রকে সংহার করেছিলেন। 


14 মায়াবী মানব সীতাপতি - সীতাপতি কে? তাকে মায়াবী মানব বলা হয়েছে কেন? 

রামচন্দ্রকে সীতাপতি বলা হয়। তিনি মায়াদেবীর সাহায্যে যুদ্ধে পুনর্জীবন লাভ করেছিলেন। তাই তাকে মায়াবী মানব বলা হয়েছে। 


15 যাও তুমি ত্বরা করি - কে, কোথায় যাবে? 

লক্ষীদেবী ইন্দ্রজিৎকে শীঘ্র যুদ্ধে যাত্রার জন্য বলেছেন। 

Learn more on YouTube:




16 রক্ষঃ চূড়ামণি কে? 

লক্ষীদেবী ইন্দ্রজিৎকে রাক্ষস বংশের চূড়ামণি বা মুকুট বলেছেন। 


17 ছিড়িলা কুসুমদাম- কে, কেন ফুলের মালা ছিড়ে ফেলেছিল? 

ইন্দ্রজিৎ তার ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ক্রুদ্ধ হয়ে ফুলের মালা ছিড়ে ফেলেছিল। 


18 ধিক মোরে - কে, কাকে ধিক্কার দিয়েছেন? 

ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন। বীরশ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তিনি যুদ্ধে না গিয়ে রমণী সঙ্গ করেছেন। আর সেই সুযোগে রামচন্দ্র তার ভাইকে হত্যা করেছেন । তাই তিনি নিজেকে ধিক্কার দিয়েছেন। 


19 ঘুচাব এ অপবাদ - কে, কোন অপরাধ ঘোচাতে চেয়েছেন? 

ইন্দ্রজিতের ভাই বীরবাহুকে হত্যা করেছেন রামচন্দ্র। এটি লঙ্কার কলঙ্কজনক ঘটনা। ইন্দ্রজিৎ রামচন্দ্রকে হত্যা করে এই অপবাদ দূর করতে চান। 


20 সাজিলা রথীন্দ্রর্ষভ - রথীন্দ্রর্ষভ কে? 

ইন্দ্রজিৎ। 


21 হৈমবতীসুত কে? 

দেবসেনাপতি কার্তিক। 


22 বৃহন্নলারূপী কিরীটী - কার সম্পর্কে বলা হয়েছে? 

অর্জুনের কথা বলা হয়েছে। 


23 শমীবৃক্ষ কী? 

স্বর্গীয় বৃক্ষ বিশেষ। 


24 ইন্দ্রজিতের রথের রঙ কেমন? 

মেঘের বর্ণের মত বর্ণ। 


25 ইন্দ্রজিতের পতাকার রং কেমন? 

রামধনুর রং এর। 


26 প্রমিলা সুন্দরী কে? 

ইন্দ্রজিতের স্ত্রী। 


27 কহিলা কাঁদিয়া ধনী - ধনী কে? তিনি কী বলেছিলেন? 

ধনী বলতে ইন্দ্রজিতের স্ত্রীর প্রমীলার কথা বলা হয়েছে। তিনি তার স্বামীকে বলেছিলেন তার বিরহে তিনি কেমন করে দিন কাটাবেন। তিনি যেন প্রমীলাকে সঙ্গে নিয়ে যান। 


28 হাসি উত্তরিলা মেঘনাদ - মেঘনাদ কী উত্তর দিয়েছিলেন? 

মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমিলাকে বলেছিলেন, প্রমিলা ভালবাসার বাঁধনে ইন্দ্রজিৎকে বেঁধে রেখেছে। সেই বন্ধন ছিন্ন করে যাওয়ার ক্ষমতা ইন্দ্রজিতের নেই। তিনি শীঘ্র যুদ্ধ থেকে ফিরে আসবেন। 


29 ব্রততী বাঁধিলে সাধে করি পদ - ব্রততী শব্দের অর্থ কি? ব্রততী কার পা বেঁধে রাখে? 

ব্রততী শব্দের অর্থ গুল্মজাতীয় উদ্ভিদ বা লতা পাতা। ব্রততী সাধ করে হাতির পা ধরে থাকে। 


30 কাপিলা লঙ্কা কাপিলা জলধি - কেন কেঁপে উঠলো? 

ইন্দ্রজিৎ ক্রোধবশত ধনুকের ছিলায় টান দিলেন। ধনুকের ছিলায় গম্ভীর শব্দ হলো । সেই প্রচন্ড শব্দে লঙ্কা এবং সমুদ্র কেঁপে উঠলো। 


31 ইন্দ্রজিতের রথ এর বর্ণনা দাও। 

ইন্দ্রজিতের রথ ছিল সুবিশাল । কবি মধুসূদন দত্ত পাহাড়ের সঙ্গে তুলনা করেছেন ইন্দ্রজিতের রথকে। 


32 নাদিলা কর্বুরদল - কেন? 

কর্বুরদল শব্দের অর্থ রাক্ষস দল বা রাক্ষস সৈন্যরা। ইন্দ্রজিৎকে লঙ্কায় আসতে দেখে রাক্ষস সৈন্যরা উৎফুল্ল হয়েছিল। তাই তারা তার নামের জয়ধ্বনি দিয়েছিল। 


33 এ মায়া পিতঃ বুঝিতে না পারি - কে, কোন মায়া বুঝতে পারেননি? 

ইন্দ্রজিৎ তার পিতা রাবণকে বলেছেন রামচন্দ্র কিভাবে পুনর্জীবন লাভ করেছে এই মায়া তিনি বুঝতে পারছেন না। 


34 কিন্তু অনুমতি দেহ - কে, কার কাছে, কী অনুমতি চেয়েছিল? 

ইন্দ্রজিৎ তার বাবা রাবণের কাছে যুদ্ধে যাবার অনুমতি প্রার্থনা করেছিলেন। 


35 তুমি রাক্ষস কুল ভরসা - কে, কাকে বলেছিলেন? 

রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে রাক্ষস কুলের ভরসা বলেছিলেন। 


36 হায়, বিধি বাম মম প্রতি - কে, কেন একথা বলেছিলেন? 

লঙ্কার রাজা রাবণ একথা বলেছিলেন। রামচন্দ্র যুদ্ধক্ষেত্রে নিহত হলেও মায়াদেবী প্রভাবে পুনর্জীবন লাভ করেছেন। বানর সেনা সমুদ্রে সেতুবন্ধন করেছিলেন। তাই সমুদ্রে পাথর ভেসেছিল। এইসব অসম্ভব ঘটনার কথা স্মরণ করে রাবণ প্রশ্নে উদ্ধৃত মন্তব্যটি করেছিলেন। 


37 এ কলঙ্ক পিতা ঘুষিবে জগতে - কোন কলঙ্কের কথা বলা হয়েছে? 

ইন্দ্রজিৎ বলেছেন তিনি ভুবনজয়ী বীর হওয়া সত্ত্বেও যদি রাবণ রাজা যুদ্ধে যান, তাহলে তা কলঙ্ক কথা হিসাবে পৃথিবীতে ঘোষিত হবে। 


38 রাবণ রাজার ভাইয়ের নাম কি? 

কুম্ভকর্ণ। 


39 ইন্দ্রজিতের আরাধ্য দেবতার নাম কি? 

অগ্নি দেবতা। 


40 ইন্দ্রজিৎ রামচন্দ্রকে কতবার যুদ্ধে পরাস্ত করেছিলেন? 

দুইবার। 


41 রাবণ রাজা কাকে অকালে জাগিয়েছিল? 

রাবণ রাজা যুদ্ধে প্রয়োজনে তার ভাই কুম্ভকর্ণকে অকালে জাগিয়েছিলেন। 


44 আগে পূজ ইষ্টদেবে - কে একথা বলেছিলেন? 

রাবণ রাজা তার পুত্র ইন্দ্রজিৎকে বলেছিলেন আগে ইন্দ্রজিৎ যেন তার ইষ্ট দেবতা অগ্নির পূজা করেন, তারপর সকাল হলে তিনি যুদ্ধে যাবেন। 


45 রাবণ রাজা কাকে সেনাপতি পদে বরণ করলেন? 

রাবণ রাজা ইন্দ্রজিৎকে সেনাপতি পদে অভিষিক্ত করলেন। 


এই ব্লগে আপনি কি পেতে পারেন ? এই ব্লগ কাদের জন্য? How will this Blog help you? What will you get from this Blog?



এই ব্লগটি মূলত ছাত্র ছাত্রীদের জন্য। পঞ্চম শ্রেণী থেকে শুরু করে মাধ্যমিক পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা, উচ্চমাধ্যমিক পরীক্ষা, বাংলা অনার্স, বাংলা মাস্টার্স ডিগ্রি পর্যন্ত সমস্ত শ্রেণীর বাংলা বিষয়ে র মূল্যবান নোটস এই ব্লগে পাওয়া যাবে । এই ব্লগে আপনি পাবেন class 10 Bengali book pdf, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali answer, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer, CBSE class 10 Bengali guide book pdf free download, CBSE class 10 Bengali guide book pdf, class 10 Bengali syllabus, class 10 Bengali question answer 2022, class 10 Bengali book pdf. বাংলা sahitya sanchayan class 10 bengali,sahitya sanchayan class 10 bengali বই থেকে সমস্ত রকমের নোটস আপনাকে Madhyamik/ Class 10th পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে সাহায্য করবে । যে সব ছাত্র ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবেন, একাদশ শ্রেণীতে পড়ছেন, তাদের জন্য এই ব্লগ বিশেষভাবে উপযোগী। এই ব্লগে আছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রয়জনীয় বাংলা নোটস এর বিপুল সম্ভার। উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমি তৈরি করেছি : hs bengali suggestion 2021 pdf download, bangla suggestion 2021 - 2022, bengali suggestion 2021-2022 hs, hs bengali question answer, hs bengali question 2021 - 2022, class 12 bengali suggestion 2021 / 2022 pdf, hs bengali syllabus 2021 - 2022, hs bengali notes, bangla suggestion, hs bengali question answer. একাদশ শ্রেণীর পরীক্ষার্থীদের জন্য আমি আমার বিশেষ প্রয়াস class 11 Bengali notes pdf download, class 11 Bengali notes, class xi Bengali suggestion pdf, class 11 Bengali question paper. যারা বাংলা বিষয়ে অনার্স Bengali Honours করছেন , তারাও প্রয়োজনীয় সমস্ত নোটস পাবেন। পঞ্চম শ্রেণী Class v / 5 থে কে নবম শ্রে ণী Class ix / 9 পর্যন্ত সমস্ত ক্লাসের বাংলা বই এর প্রশ্ন উত্তর এখানে পাবেন। টেক্সট বই text book থেকে সব উত্তর আছে ।

Info:

অভিষেক কবিতা ইন্দ্রজিতের চরিত্র, অভিষেক কবিতা pdf, অভিষেক কবিতার বড় প্রশ্ন উত্তর, অভিষেক কবিতার বিষয়বস্তু, অভিষেক কবিতার প্রশ্ন উত্তর, অভিষেক কবিতার সারমর্ম, Abhishek kobita class 10, class 10 Bangla Abhishek kobita, Abhishek Michael Madhusudan Dutta class 10, class 10 Bengali textbook Abhishek, Abhishek Kavita class 10, class 10 Bengali Abhishek, avishek Bengali poem, Abhishek, class 10 poem Abhishek, Abhishek class 10 kobita,madhyamik Bengali poem Abhishek by michael Madhusudan Dutta, Abhishek madhyamik poem, Michael Madhusudan Dutta Bengali poem abishek,west bengal board class 10 poem Abhishek, Bangla kobita Abhishek,বাংলা কবিতা অভিষেক,madhyamik Bangla kobita


logoblog

Thanks for reading Madhyamik Bengali Poem Abhishek by Michael Madhusudan Dutta Question Answer

Previous
« Prev Post

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Please do not enter any spam links in the comment box.